Ajker Patrika

প্রতিবেশীর মরদেহ দেখতে গেলেন মা, ফিরে এসে দেখেন পানিতে ডুবে ছেলের মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রতিবেশীর মরদেহ দেখতে গেলেন মা, ফিরে এসে দেখেন পানিতে ডুবে ছেলের মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় প্রতিবেশীর মৃত্যুর খবর শুনে দুই বছরের শিশুকে বাড়িতে রেখে মরদেহ দেখতে গিয়েছিলেন মা। বাড়িতে ফিরে এসে নিজের সন্তানকেও আর জীবিত পেলেন না। বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে ভেসে ছিল শিশু এরফান। 

আজ সোমবার সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের মাড়িয়া মন্ডলপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। 

শিশু এরফান ওই গ্রামের দিনমজুর সাজেদুর রহমান ও শিলা খাতুন দম্পতির একমাত্র ছেলে ছিল। এদিকে শিশু এরফানের মৃত্যুতে গ্রামজুড়ে যেন শোকের ছায়া নেমে এসেছে।

স্বজনরা জানায়, সকালে ঘুম থেকে উঠে এরফান বাড়িতে একাই খেলছিল। প্রতিবেশীর মৃত্যুর খবরে তাকে খেলা অবস্থায় রেখে ওই মরদেহ দেখতে গিয়েছিলেন তার মা। পরে বাড়ি ফিরে এসে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে শুরু করেন।  

একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ছেলেকে ভাসতে দেখে চিৎকার দেন। তখন স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রেজাউল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে কারও কোনো ধরনের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত