চৌহালীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১

প্রতিনিধি, সিরাজগঞ্জ (চৌহালী)
প্রকাশ : ২৫ জুলাই ২০২১, ১৭: ৪৫

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নে দোকানের পাওনা টাকাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটনায় ১১ জন আহত হয়েছেন। আজ রোববার এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন, আবদুল রহমান মুনশি (৬০), রাজু মিয়া (৩০), সাদ্দাম (৩২), আবদুল মজিদ (৫৫), আবদুল হক (৪৫), হজরত আলী (৩৬), হাসান (৩৫), মো. জাহেদুল ইসলাম (৩০), হুমায়ূন (৪০), মোকলেস (৫০), শহিদুল (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দোকানের পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে ২৫ জুলাই সকালে মুনশি গ্রুপ ও ব্যাপারী গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় মুনশি গ্রুপের সাতজন ও ব্যাপারী গ্রুপের চারজনসহ মোট ১১ জন আহত হন। উভয় গ্রুপের আহতের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হলে স্থানীয়রা উদ্ধার করে চৌহালী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে চৌহালী থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন-খবর শুনে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত