নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপারসহ ৬ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল সোয়া ৮টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রেলগেট কসাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামা গ্রামের আশরাফুল ইসলাম (৪০), একই গ্রামের আবু বকর (২৫), মাজহারুল ইসলাম (৩৫), শিবগঞ্জ উপজেলা সদরের মো. কাওসার (২০), মো. ভুট্টু (৩৫) ও রবিউল ইসলাম (২৮)।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার খন্দকার আকবর আলী বলেন, আজ সকাল সোয়া ৮টার দিকে ইটবোঝাই ও সিমেন্ট ভর্তি দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের চালক-হেলপারসহ ৬ জন আহত হন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
খন্দকার আকবর আলী আরও বলেন, ‘আহতদের মধ্যে রবিউল ইসলাম ট্রাকের ভেতরে আটকে ছিলেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রায় ৩০ মিনিট চেষ্টার পর তাঁকে উদ্ধার করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর দুটি পা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত অপর পাঁচজনকে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ পর্যন্ত কেউ মারা যায়নি। তবে আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।’
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপারসহ ৬ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল সোয়া ৮টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রেলগেট কসাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামা গ্রামের আশরাফুল ইসলাম (৪০), একই গ্রামের আবু বকর (২৫), মাজহারুল ইসলাম (৩৫), শিবগঞ্জ উপজেলা সদরের মো. কাওসার (২০), মো. ভুট্টু (৩৫) ও রবিউল ইসলাম (২৮)।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার খন্দকার আকবর আলী বলেন, আজ সকাল সোয়া ৮টার দিকে ইটবোঝাই ও সিমেন্ট ভর্তি দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের চালক-হেলপারসহ ৬ জন আহত হন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
খন্দকার আকবর আলী আরও বলেন, ‘আহতদের মধ্যে রবিউল ইসলাম ট্রাকের ভেতরে আটকে ছিলেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রায় ৩০ মিনিট চেষ্টার পর তাঁকে উদ্ধার করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর দুটি পা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত অপর পাঁচজনকে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ পর্যন্ত কেউ মারা যায়নি। তবে আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।’
রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। সেই সঙ্গে এই হামলা, লুটপাটের ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ
৪৩ মিনিট আগেছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্যপদ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ হারানো মতিউর রহমান বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে রিট করেছিলেন। তবে রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ এ আদেশ দেন।
১ ঘণ্টা আগেরোববার দিবাগত রাত ১টার পর থেকেই বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় আসতে শুরু করেন। রাত ১টা থেকে ভোরে শত শত মানুষ শাহবাগে এসে পৌঁছাতে শুরু করেন। অধিকাংশই জানতেন না কী ঘটতে চলেছে।
২ ঘণ্টা আগেরিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানেরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাঁর আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা...
২ ঘণ্টা আগে