শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে একসঙ্গে ‘গ্যাস ট্যাবলেট’ (পোকামাকড় নিধনের বিষ) খেয়ে স্বামী ও স্ত্রী ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ শুক্রবার বিকেলে পৌরশহরের পৌরশহরের হাজিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্বামী ও স্ত্রী হলেন- জিসান (২২) ও ফারজানা আক্তার মিম (১৯)
নিহতের পরিবার জানিয়েছে, শুক্রবার সকালে জিসান তাঁর স্ত্রী মিমকে নিয়ে শ্বশুরবাড়ি যান। দুপুরে তাঁরা একসঙ্গেই বাড়িতে ফেরেন। এরপর বিকেল ৪টার দিকে তাঁরা গ্যাসের ট্যাবলেট খেয়েছেন বলে পরিবারের সদস্যদের জানান। তখন তাঁদের অসুস্থ অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মিম মারা যান। এর ১৫ মিনিট পর স্বামী জিসানও মারা যান। কি কারণে তাঁরা গ্যাসের ট্যাবলেট খেয়েছিলেন পরিবারের সদস্যরা তা বলতে পারেননি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, ‘মিম তার বাবার কাছে কিছু টাকা গচ্ছিত রেখেছিলেন। সেই টাকা আনার জন্য জিসান তাঁকে চাপ দিচ্ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। এটাকে কেন্দ্র করে দুজন গ্যাসের ট্যাবলেট থাকতে পারেন।’
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তাহসিন জান্নাত জুঁই আজকের পত্রিকাকে জানান, জিসান ও মিম নামের দুজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁরা বিষাক্ত কিছু সেবন করেছে বলে মনে হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাঁদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মেডিকেলে জিসান এবং মিম নামের দুজন মারা যাওয়ার পর তাঁদের মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।
বগুড়ার শেরপুরে একসঙ্গে ‘গ্যাস ট্যাবলেট’ (পোকামাকড় নিধনের বিষ) খেয়ে স্বামী ও স্ত্রী ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ শুক্রবার বিকেলে পৌরশহরের পৌরশহরের হাজিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্বামী ও স্ত্রী হলেন- জিসান (২২) ও ফারজানা আক্তার মিম (১৯)
নিহতের পরিবার জানিয়েছে, শুক্রবার সকালে জিসান তাঁর স্ত্রী মিমকে নিয়ে শ্বশুরবাড়ি যান। দুপুরে তাঁরা একসঙ্গেই বাড়িতে ফেরেন। এরপর বিকেল ৪টার দিকে তাঁরা গ্যাসের ট্যাবলেট খেয়েছেন বলে পরিবারের সদস্যদের জানান। তখন তাঁদের অসুস্থ অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মিম মারা যান। এর ১৫ মিনিট পর স্বামী জিসানও মারা যান। কি কারণে তাঁরা গ্যাসের ট্যাবলেট খেয়েছিলেন পরিবারের সদস্যরা তা বলতে পারেননি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, ‘মিম তার বাবার কাছে কিছু টাকা গচ্ছিত রেখেছিলেন। সেই টাকা আনার জন্য জিসান তাঁকে চাপ দিচ্ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। এটাকে কেন্দ্র করে দুজন গ্যাসের ট্যাবলেট থাকতে পারেন।’
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তাহসিন জান্নাত জুঁই আজকের পত্রিকাকে জানান, জিসান ও মিম নামের দুজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁরা বিষাক্ত কিছু সেবন করেছে বলে মনে হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাঁদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মেডিকেলে জিসান এবং মিম নামের দুজন মারা যাওয়ার পর তাঁদের মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব ও গ্রাম পুলিশের সদস্যকে মারধর করা হয়েছে। স্থানীয় এক বিএনপি নেতার স্ত্রীর জন্ম নিবন্ধনে দেরি হওয়ায় দলীয় নেতা-কর্মীরা তাঁদের ওপর চড়াও হন বলে অভিযোগ উঠেছে।
৮ ঘণ্টা আগেপ্রতিবছরই আইনি সহায়তাপ্রত্যাশী নারীর সংখ্যা বাড়ছে। তবে এখনো অনেক নারী সহিংসতার শিকার হলেও মামলা করছেন না। সার্বিক পরিস্থিতির বিচারে সহিংসতার শিকার নারীদের বিচার পাওয়ার ক্ষেত্রে পুলিশ ও বিচারকসহ সবার সক্রিয় ভূমিকা প্রয়োজন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীতে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত এক আ
৯ ঘণ্টা আগেঢাকার শাহবাগ থানা কিছুটা সরিয়ে সোহরাওয়ার্দী উদ্যান এলাকাতেই রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। থানা সরিয়ে এর প্রবেশ মুখ উত্তর দিকে করা হবে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আ
১০ ঘণ্টা আগেইসকন নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর।
১০ ঘণ্টা আগে