চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সরবরাহ করা পানি না পেয়ে কলস নিয়ে বিক্ষোভ করছেন শহরের মসজিদপাড়ার বাসিন্দার। আজ সোমবার দুপুরে কলস, বোতল ও জার নিয়ে শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল সহকারে পৌরসভায় সামনে এসে জড়ো হন।
এ সময় তাঁরা পানি সংকটের কথা পৌর কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন। পরে পৌর কর্তৃপক্ষের নতুন গভীর নলকূপ স্থাপনের আশ্বাসে ভুক্তভোগী নাগরিকেরা ফিরে যান।
মসজিদপাড়া এলাকায় বাসিন্দারা অভিযোগ করেন, কয়েক দিন থেকে তাঁরা পৌরসভার সরবরাহ করা পানি পাচ্ছেন না। এতে তাঁদের রান্নাসহ দৈনন্দিন নানা কাজে সংকটে পড়তে হচ্ছে। পৌর কাউন্সিলরকে একাধিকবার বলেও কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়েই বিক্ষোভ করে পৌরসভায় এসেছেন।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জিয়াউর রহমান আরমান জানান, কয়েক দিন লোডশেডিংয়ের কারণে পানির তোলার গভীর নলকূপগুলো চালাতে গিয়ে একটু ব্যাঘাত হচ্ছে। এ ছাড়া পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানির তোলা হচ্ছে কম। এসব কারণে পানি সরবরাহে কিছু কিছু এলাকায় সমস্যা হচ্ছে। মসজিদপাড়া এলাকার বাসিন্দাদের সমস্যা সমাধানে দ্রুত ওই এলাকায় নতুন একটি গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রকৌশলী মামুন অর রশিদ বলেন, ‘পৌরসভা ২০ হাজার ৬০০ গ্রাহককে ২৭টি গভীর নলকূপ ও একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। আমরা গ্রাহকদের পানি সরবরাহ স্বাভাবিক রাখতে খরচের খাতের প্রথমেই গভীর নলকূপগুলোর বিদ্যুৎ বিলকে রেখেছি। এখন প্রিপেইড মিটার হওয়ায় সব সময়ই সতর্ক থাকি। গ্রাহকদের কাছে কোটি টাকার ওপরে বকেয়া পানির বিল পড়ে আছে। নিয়মিত যদি গ্রাহকেরা পানির বিল পরিশোধ করেন; তাহলে আমাদের ওপর কিছুটা চাপ কমে।’
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সরবরাহ করা পানি না পেয়ে কলস নিয়ে বিক্ষোভ করছেন শহরের মসজিদপাড়ার বাসিন্দার। আজ সোমবার দুপুরে কলস, বোতল ও জার নিয়ে শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল সহকারে পৌরসভায় সামনে এসে জড়ো হন।
এ সময় তাঁরা পানি সংকটের কথা পৌর কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন। পরে পৌর কর্তৃপক্ষের নতুন গভীর নলকূপ স্থাপনের আশ্বাসে ভুক্তভোগী নাগরিকেরা ফিরে যান।
মসজিদপাড়া এলাকায় বাসিন্দারা অভিযোগ করেন, কয়েক দিন থেকে তাঁরা পৌরসভার সরবরাহ করা পানি পাচ্ছেন না। এতে তাঁদের রান্নাসহ দৈনন্দিন নানা কাজে সংকটে পড়তে হচ্ছে। পৌর কাউন্সিলরকে একাধিকবার বলেও কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়েই বিক্ষোভ করে পৌরসভায় এসেছেন।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জিয়াউর রহমান আরমান জানান, কয়েক দিন লোডশেডিংয়ের কারণে পানির তোলার গভীর নলকূপগুলো চালাতে গিয়ে একটু ব্যাঘাত হচ্ছে। এ ছাড়া পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানির তোলা হচ্ছে কম। এসব কারণে পানি সরবরাহে কিছু কিছু এলাকায় সমস্যা হচ্ছে। মসজিদপাড়া এলাকার বাসিন্দাদের সমস্যা সমাধানে দ্রুত ওই এলাকায় নতুন একটি গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রকৌশলী মামুন অর রশিদ বলেন, ‘পৌরসভা ২০ হাজার ৬০০ গ্রাহককে ২৭টি গভীর নলকূপ ও একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। আমরা গ্রাহকদের পানি সরবরাহ স্বাভাবিক রাখতে খরচের খাতের প্রথমেই গভীর নলকূপগুলোর বিদ্যুৎ বিলকে রেখেছি। এখন প্রিপেইড মিটার হওয়ায় সব সময়ই সতর্ক থাকি। গ্রাহকদের কাছে কোটি টাকার ওপরে বকেয়া পানির বিল পড়ে আছে। নিয়মিত যদি গ্রাহকেরা পানির বিল পরিশোধ করেন; তাহলে আমাদের ওপর কিছুটা চাপ কমে।’
লক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১ মিনিট আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৫ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২৯ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
৩৮ মিনিট আগে