বগুড়া প্রতিনিধি
অটোরিকশায় আগুন ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে তৃতীয় দফার ৪৮ ঘণ্টা অবরোধ চলছে বগুড়ায়। এ সময় জামায়াত শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছুড়ে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। জবাবে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বাটুলের মধ্যমে মার্বেল পাথর নিক্ষেপ করেন। এতে জামায়াত-শিবিরের ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি তাঁদের।
আজ বুধবার সকালে বগুড়ার ঝোপগাড়ী সাবগ্রাম, বাঘোপাড়া ও এরুলিয়া এলাকায় মহাসড়কে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা দ্বিতীয় বাইপাস মহাসড়কের বড়িয়া, বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া ও বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় লাঠি হাতে মিছিল বের করেন। সাবগ্রাম বন্দরের অদূরে বড়িয়া এলাকায় পুলিশ লাঠিমিছিলে বাধা দিলে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বাটুলের মাধ্যমে মার্বেল পাথর নিক্ষেপ করেন। এ সময় পুলিশ শটগানের গুলি ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।
এ ছাড়া বাঘোপাড়া এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এরুলিয়া এলাকায়ও পুলিশের ধাওয়ায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।
শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) তারিকুল ইসলাম বলেন, জামায়াত-শিবিরের কর্মীদের বাটুল দিয়ে ছোড়া মার্বেল পাথর উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া শহরতলির ঝোপগাড়ী এলাকায় অবরোধের সমর্থনে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশ করেন। সমাবেশ শেষে সকাল সাড়ে ১০টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এদিকে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত দ্বিতীয় বাইপাস মহাসড়কের লিচুতলা এলাকায় মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেন।
জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল বলেন, পুলিশ তাঁদের শান্তিপূর্ণ মিছিল-সমাবেশে গুলি ও কাঁদানে গ্যাস ছুড়লে ১০ জন নেতা-কর্মী আহত হন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার বলেন, শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না। জামায়াত-শিবির লাঠিমিছিল বের করে। মিছিল থেকে পুলিশের ওপর হামলার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছোড়ে।
অটোরিকশায় আগুন ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে তৃতীয় দফার ৪৮ ঘণ্টা অবরোধ চলছে বগুড়ায়। এ সময় জামায়াত শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছুড়ে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। জবাবে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বাটুলের মধ্যমে মার্বেল পাথর নিক্ষেপ করেন। এতে জামায়াত-শিবিরের ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি তাঁদের।
আজ বুধবার সকালে বগুড়ার ঝোপগাড়ী সাবগ্রাম, বাঘোপাড়া ও এরুলিয়া এলাকায় মহাসড়কে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা দ্বিতীয় বাইপাস মহাসড়কের বড়িয়া, বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া ও বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় লাঠি হাতে মিছিল বের করেন। সাবগ্রাম বন্দরের অদূরে বড়িয়া এলাকায় পুলিশ লাঠিমিছিলে বাধা দিলে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বাটুলের মাধ্যমে মার্বেল পাথর নিক্ষেপ করেন। এ সময় পুলিশ শটগানের গুলি ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।
এ ছাড়া বাঘোপাড়া এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এরুলিয়া এলাকায়ও পুলিশের ধাওয়ায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।
শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) তারিকুল ইসলাম বলেন, জামায়াত-শিবিরের কর্মীদের বাটুল দিয়ে ছোড়া মার্বেল পাথর উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া শহরতলির ঝোপগাড়ী এলাকায় অবরোধের সমর্থনে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশ করেন। সমাবেশ শেষে সকাল সাড়ে ১০টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এদিকে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত দ্বিতীয় বাইপাস মহাসড়কের লিচুতলা এলাকায় মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেন।
জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল বলেন, পুলিশ তাঁদের শান্তিপূর্ণ মিছিল-সমাবেশে গুলি ও কাঁদানে গ্যাস ছুড়লে ১০ জন নেতা-কর্মী আহত হন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার বলেন, শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না। জামায়াত-শিবির লাঠিমিছিল বের করে। মিছিল থেকে পুলিশের ওপর হামলার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছোড়ে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে...
২৪ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর জীবন নিয়ে গবেষণার লক্ষ্যে ২০২০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রতিষ্ঠা করা হয় ‘বঙ্গবন্ধু চেয়ার’। নিয়োগ দেওয়া হয় ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর উদ্দিন খান মামুনকে (মুনতাসীর মামুন)।
১ ঘণ্টা আগেকক্সবাজারে মাকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে হোসাইন মোহাম্মদ আবিদ (২৮)। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নেশার টাকা না পেয়ে মাকে আবিদ হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আনোয়ারা বেগম মেরী (৫৫) ওই এলাকার নিয়াজ আহমেদের স্ত্রী
১ ঘণ্টা আগে