বগুড়া প্রতিনিধি
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত তিন দিনে বগুড়া জেলা কারাগার থেকে ৪৫০ জন বন্দী জামিনে মুক্ত হয়েছেন। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বগুড়ার বিভিন্ন আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।
আজ শনিবার বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জেলা কারাগারে বন্দী ধারণক্ষমতা ৭৭০ জন। গত ৬ আগস্ট সকাল পর্যন্ত কারাগারে বন্দী ছিলেন ২ হাজার ১৫০ জন। ওই দিন দুপুরের পর থেকে বন্দীদের জামিননামা আদালত থেকে কারাগারে আসতে শুরু করে। এভাবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বগুড়া জেলা কারাগার থেকে ৪৫০ জন বন্দীকে মুক্তি দেওয়া হয়। আজ শনিবার দুপুর পর্যন্ত জেলা কারাগারে বন্দীর সংখ্যা ছিল ১ হাজার ৭০০ জন।’
বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সহসভাপতি আব্দুল বাছেদ বলেন, ‘সরকার পরিবর্তনের পরদিন থেকেই বগুড়ার বিভিন্ন আদালত রাজনৈতিক মামলাসহ বিভিন্ন মামলায় কারাগারে আটক বন্দীদের জামিন দিতে শুরু করেন।’ তিনি আরও বলেন, ‘চলমান ছাত্র আন্দোলনে বিএনপি, জামায়াত ছাড়াও সাধারণ মানুষ এবং বেশ কয়েকজন ছাত্রকে গ্রেপ্তার করেছিল জেলার বিভিন্ন থানা-পুলিশ। গত তিন দিনে তাঁরা মুক্তি পেয়েছেন।’
বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন বলেন, ‘গত ৫ আগস্ট থেকে কারাগারে নতুন বন্দী আসা বন্ধ রয়েছে। জেলা কারাগারে এখনো ধারণক্ষমতার দ্বিগুণ বন্দী রয়েছে।’
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত তিন দিনে বগুড়া জেলা কারাগার থেকে ৪৫০ জন বন্দী জামিনে মুক্ত হয়েছেন। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বগুড়ার বিভিন্ন আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।
আজ শনিবার বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জেলা কারাগারে বন্দী ধারণক্ষমতা ৭৭০ জন। গত ৬ আগস্ট সকাল পর্যন্ত কারাগারে বন্দী ছিলেন ২ হাজার ১৫০ জন। ওই দিন দুপুরের পর থেকে বন্দীদের জামিননামা আদালত থেকে কারাগারে আসতে শুরু করে। এভাবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বগুড়া জেলা কারাগার থেকে ৪৫০ জন বন্দীকে মুক্তি দেওয়া হয়। আজ শনিবার দুপুর পর্যন্ত জেলা কারাগারে বন্দীর সংখ্যা ছিল ১ হাজার ৭০০ জন।’
বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সহসভাপতি আব্দুল বাছেদ বলেন, ‘সরকার পরিবর্তনের পরদিন থেকেই বগুড়ার বিভিন্ন আদালত রাজনৈতিক মামলাসহ বিভিন্ন মামলায় কারাগারে আটক বন্দীদের জামিন দিতে শুরু করেন।’ তিনি আরও বলেন, ‘চলমান ছাত্র আন্দোলনে বিএনপি, জামায়াত ছাড়াও সাধারণ মানুষ এবং বেশ কয়েকজন ছাত্রকে গ্রেপ্তার করেছিল জেলার বিভিন্ন থানা-পুলিশ। গত তিন দিনে তাঁরা মুক্তি পেয়েছেন।’
বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন বলেন, ‘গত ৫ আগস্ট থেকে কারাগারে নতুন বন্দী আসা বন্ধ রয়েছে। জেলা কারাগারে এখনো ধারণক্ষমতার দ্বিগুণ বন্দী রয়েছে।’
ঝিনাইদহ সদরের বাতপুকুরিয়া গ্রামে পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংক থেকে রফিকুল ইসলাম রুবেল (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে নদীতীরের মাটি কেটে নেওয়ার অপরাধে চার ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের বংশাই নদীর ত্রিমোহন ও লৌহজং নদীর পাকুল্যা ঋষিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক অভিযান পরিচালনা করেন উপজ
১৩ মিনিট আগেমিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনা থেকে পণ্যবাহী তিনটি কার্গো ছিনিয়ে নিয়ে গেছে আরাকান আর্মি। নাফ নদের নাইক্ষ্যংদিয়ায় গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তল্লাশির কথা বলে কার্গোগুলো আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। আজ শনিবার বিকেল পর্যন্ত জাহাজগুলো ছাড়েনি তারা।
১৬ মিনিট আগেনির্বাচনের সাড়ে তিন বছর পর আদালতের রায়ের মাধ্যমে মেয়র হিসেবে শপথ নিতে পারায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ডা. শাহাদাত হোসেন।
২৪ মিনিট আগে