নাটোর প্রতিনিধি
চাঁদাবাজির প্রতিবাদে নাটোরের সিংড়ায় প্রকাশ্যে রামদা-হাঁসুয়া নিয়ে মিছিল করেছেন যুবলীগের নেতা-কর্মীরা। পৌর যুবলীগের সভাপতি লাবু হাসানের নেতৃত্বে বের করা মিছিলে মুহূর্তের মধ্যে বাসস্ট্যান্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ শুক্রবার দুপুরে সিংড়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
ওই মিছিলের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে মিছিল অংশগ্রহণকারীদের বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র নিয়ে নাটোর-বগুড়া মহাসড়কে মহড়া দিতে দেখা যায়। এর মধ্যে কারও হাতে ছিল রামদা, কারও হাতে লোহার রড ও সাইকেলের চেইন দিয়ে বানানো অস্ত্রও দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ (শুক্রবার) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় যুবলীগের নেতা-কর্মীরা চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। মিছিলে অংশগ্রহণকারীদের বেশির ভাগের হাতে রামদা, হাঁসুয়াসহ নানা ধরনের দেশীয় ধারালো অস্ত্র ছিল। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা চলে যান।
জানা যায়, সিংড়া সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি বছরের পর বছর অটোরিকশাচালকদের জিম্মি করে চাঁদা তুলছে। সমিতির নামে প্রতিটি অটোরিকশা থেকে প্রতিদিন ৫০ থেকে ৭০ টাকা চাঁদা আদায় করা হয়। এতে অটোচালক ক্ষুব্ধ হয়ে এই মিছিলের আয়োজন করে।
এ বিষয়ে পৌর যুবলীগের সভাপতি লাবু হাসান জনি আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিনের চাঁদাবাজি সহ্য করা আর সম্ভব হচ্ছিল না। আমরা সাধারণ চালকদের হয়ে এর প্রতিবাদ করেছি। তবে আমার সমর্থকেরা মনে করেছিল, আমার ওপর আক্রমণ হয়েছে। তাই তারা বিক্ষুব্ধ হয়। তবে কারা ধারালো অস্ত্র হাতে মহড়া দিয়েছে, তা জানি না।’
জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও অটোরিকশা মালিক সমিতির সম্পাদক রঞ্জু আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সমিতি সরকার কর্তৃক অনুমোদিত। এত দিন কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন যুবলীগ কর্মীরা বিনা কারণে উসকানি দিচ্ছে। প্রকাশ্যে অস্ত্রসহ মিছিল নিয়ে এসে আমাদের অফিস ভাঙচুর করেছে, আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে।’
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘সিএনজি স্ট্যান্ডে টাকা তোলা নিয়ে এই ঘটনা ঘটে। লাঠিসোঁটা নিয়ে মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি।’
চাঁদাবাজির প্রতিবাদে নাটোরের সিংড়ায় প্রকাশ্যে রামদা-হাঁসুয়া নিয়ে মিছিল করেছেন যুবলীগের নেতা-কর্মীরা। পৌর যুবলীগের সভাপতি লাবু হাসানের নেতৃত্বে বের করা মিছিলে মুহূর্তের মধ্যে বাসস্ট্যান্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ শুক্রবার দুপুরে সিংড়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
ওই মিছিলের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে মিছিল অংশগ্রহণকারীদের বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র নিয়ে নাটোর-বগুড়া মহাসড়কে মহড়া দিতে দেখা যায়। এর মধ্যে কারও হাতে ছিল রামদা, কারও হাতে লোহার রড ও সাইকেলের চেইন দিয়ে বানানো অস্ত্রও দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ (শুক্রবার) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় যুবলীগের নেতা-কর্মীরা চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। মিছিলে অংশগ্রহণকারীদের বেশির ভাগের হাতে রামদা, হাঁসুয়াসহ নানা ধরনের দেশীয় ধারালো অস্ত্র ছিল। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা চলে যান।
জানা যায়, সিংড়া সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি বছরের পর বছর অটোরিকশাচালকদের জিম্মি করে চাঁদা তুলছে। সমিতির নামে প্রতিটি অটোরিকশা থেকে প্রতিদিন ৫০ থেকে ৭০ টাকা চাঁদা আদায় করা হয়। এতে অটোচালক ক্ষুব্ধ হয়ে এই মিছিলের আয়োজন করে।
এ বিষয়ে পৌর যুবলীগের সভাপতি লাবু হাসান জনি আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিনের চাঁদাবাজি সহ্য করা আর সম্ভব হচ্ছিল না। আমরা সাধারণ চালকদের হয়ে এর প্রতিবাদ করেছি। তবে আমার সমর্থকেরা মনে করেছিল, আমার ওপর আক্রমণ হয়েছে। তাই তারা বিক্ষুব্ধ হয়। তবে কারা ধারালো অস্ত্র হাতে মহড়া দিয়েছে, তা জানি না।’
জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও অটোরিকশা মালিক সমিতির সম্পাদক রঞ্জু আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সমিতি সরকার কর্তৃক অনুমোদিত। এত দিন কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন যুবলীগ কর্মীরা বিনা কারণে উসকানি দিচ্ছে। প্রকাশ্যে অস্ত্রসহ মিছিল নিয়ে এসে আমাদের অফিস ভাঙচুর করেছে, আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে।’
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘সিএনজি স্ট্যান্ডে টাকা তোলা নিয়ে এই ঘটনা ঘটে। লাঠিসোঁটা নিয়ে মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি।’
চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালি সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে এক কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আজ রোববার সকালে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন।
১০ মিনিট আগেমাগুরায় শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা আইনজীবী সমিতি। আজ রোববার সকালে আইনজীবী সমিতি প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৭ মিনিট আগেরংপুরে চাঁদা দাবির ভিডিও ভাইরাল হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির মুখপাত্র নাহিদ হাসান খন্দকারকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
৩০ মিনিট আগেমাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। আজ রোববার সকালে সেখানে যান তিনি। উপদেষ্টা শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন ও সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
৪২ মিনিট আগে