প্রতিনিধি, রাজশাহী
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ২ বছর ৯ মাস বয়সী এক শিশুকে ভর্তি করা হয়েছে। করোনা নিয়ে রামেক হাসপাতালের আইসিইউতে এই প্রথম এত কম বয়সী কোন শিশুকে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার তাঁকে সাধারণ ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
শিশুটির নাম জাকারিয়া জান্নাত। সে নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ গ্রামের আরিফ হোসেনের মেয়ে। তাঁর প্রচণ্ড শ্বাসকষ্ট ও জ্বর আছে। সে করোনার ডেলটা ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে চিকিৎসকেরা ধারণা করছেন।
রামেক হাসপাতালের আইসিইউ’র ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল জানান, ডেলটা ভ্যারিয়েন্টে এখন শিশুরাও আক্রান্ত হচ্ছে। এই প্রথম একটা শিশুকে আইসিইউতে নিতে হয়েছে। এর আগে কাউকেই আইসিইউতে ভর্তি করার প্রয়োজন হয়নি। শিশু জাকারিয়া জান্নাতের অবস্থা এতটা সংকটাপন্ন যে তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হচ্ছে।
ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, শিশুটির হাইফ্লো অক্সিজেন প্রয়োজন হচ্ছে। ওয়ার্ডে রেখে এত অক্সিজেন দেওয়া সম্ভব হচ্ছিল না। তাই আইসিইউতে নেওয়া হয়েছে।
ডা. আবু হেনা মোস্তফা কামাল আরও বলেন, বাড়িতে কোভিড আক্রান্ত রোগী থাকলে তার কাছে থেকে বাচ্চাদের দূরেই রাখা উচিত। কিন্তু অভিভাবকদের জন্য এটি অনেক সময়ই কঠিন হয়ে পড়ে। বাচ্চাদের মাস্ক পরানোও কঠিন। তারপরেও আমাদের বাচ্চাদের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ২ বছর ৯ মাস বয়সী এক শিশুকে ভর্তি করা হয়েছে। করোনা নিয়ে রামেক হাসপাতালের আইসিইউতে এই প্রথম এত কম বয়সী কোন শিশুকে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার তাঁকে সাধারণ ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
শিশুটির নাম জাকারিয়া জান্নাত। সে নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ গ্রামের আরিফ হোসেনের মেয়ে। তাঁর প্রচণ্ড শ্বাসকষ্ট ও জ্বর আছে। সে করোনার ডেলটা ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে চিকিৎসকেরা ধারণা করছেন।
রামেক হাসপাতালের আইসিইউ’র ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল জানান, ডেলটা ভ্যারিয়েন্টে এখন শিশুরাও আক্রান্ত হচ্ছে। এই প্রথম একটা শিশুকে আইসিইউতে নিতে হয়েছে। এর আগে কাউকেই আইসিইউতে ভর্তি করার প্রয়োজন হয়নি। শিশু জাকারিয়া জান্নাতের অবস্থা এতটা সংকটাপন্ন যে তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হচ্ছে।
ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, শিশুটির হাইফ্লো অক্সিজেন প্রয়োজন হচ্ছে। ওয়ার্ডে রেখে এত অক্সিজেন দেওয়া সম্ভব হচ্ছিল না। তাই আইসিইউতে নেওয়া হয়েছে।
ডা. আবু হেনা মোস্তফা কামাল আরও বলেন, বাড়িতে কোভিড আক্রান্ত রোগী থাকলে তার কাছে থেকে বাচ্চাদের দূরেই রাখা উচিত। কিন্তু অভিভাবকদের জন্য এটি অনেক সময়ই কঠিন হয়ে পড়ে। বাচ্চাদের মাস্ক পরানোও কঠিন। তারপরেও আমাদের বাচ্চাদের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
মানবাধিকার নিয়ে সেমিনার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ মঙ্গলবার র্যাব সদর দপ্তরের এলিট হলে এ সেমিনারের আয়োজন করা হয়
৪ মিনিট আগেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকায় গত দুই দিনের পরিস্থিতি থেকে বোঝা যায়, পতিত স্বৈরাচারের সময়ে যারা নিজেদের স্বার্থ হাসিল করেছে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
৮ মিনিট আগেছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে আহত হন সোহেল আহমেদ (৩৬)। এই ঘটনায় ঢাকার সাভার থানায় দায়ের হওয়া মামলার বিষয়ে তিনি অবগত নন। মামলায় যাদের আসামি করা হয়েছে তাঁরা গুলি করেননি বলে দাবি করেছেন সোহেল আহমেদ।
১৪ মিনিট আগেঢাকার গুলশান-২ এলাকার ডিসিসি মার্কেট থেকে অপহরণ হওয়া আবাসন ব্যবসায়ী আইয়ুব খান ফিরে এসেছেন। অপহরণকারীদের কাছ থেকে নিজেকে রক্ষা করে বাড়ি ফিরেছেন তিনি। আজ মঙ্গলবার রাতে পরিবার থেকে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করা হয়।
২৪ মিনিট আগে