বগুড়া প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর থানায় হামলাসহ একাধিক অভিযোগে করা মামলায় উপজেলার মাঝিড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান নুরুসহ তাঁর ৯ সহযোগীকে ছয় দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনিরুজ্জামান তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোস্তাফিজ হাসান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুটি মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে তিন দিন করে দুই মামলায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানিকালে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হয়।
শাজাহানপুর থানায় হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং পরে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে উদ্ধার হওয়া বিদেশি পিস্তল ও মাদক উদ্ধারের ঘটনায় আরেকটি মামলায় আজ আদালতে রিমান্ড শুনানির দিন ধার্য ছিল।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান নুরু, তাঁর সহযোগী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাইদুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক লীগের কর্মী সাদ্দাম হোসেন রবিন, রমজান আলী, বোরহান উদ্দিন, সেরাজুল ইসলাম, আমিনুল ইসলাম, মিতুল ও ওহাবুজ্জামান।
উল্লেখ্য, ৬ এপ্রিল রাতে শাজাহানপুর থানা-পুলিশ চাকুসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠুন মিয়াকে আটক করে। রাত ১০টার দিকে নুরুজ্জামান নুরুর নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা শাজাহানপুর থানায় হামলা করে কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধর করে মিঠুনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। আসামি ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে তাঁরা মহাসড়ক অবরোধ করেন। সেখান থেকেও পুলিশের ওপর ইটপাটকেল ছোড়া হয়। থানায় হামলা ও মহাসড়কে ইটপাটকেল নিক্ষেপে পুলিশের আটজন সদস্য আহত হন।
ওই রাতেই পুলিশ নুরুজ্জামান নুরুসহ ৯ জনকে গ্রেপ্তার করে এবং তাঁদের হেফাজত থেকে ১৫ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল, এক কেজি গাঁজা ও তিন বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে শাজাহানপুর থানায় দুটি মামলা করে। মামলা দুটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।
এদিকে নুরুজ্জামান নুরু গ্রেপ্তারের পর এক বিজ্ঞপ্তিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে তাঁকে শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
বগুড়ার শাজাহানপুর থানায় হামলাসহ একাধিক অভিযোগে করা মামলায় উপজেলার মাঝিড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান নুরুসহ তাঁর ৯ সহযোগীকে ছয় দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনিরুজ্জামান তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোস্তাফিজ হাসান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুটি মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে তিন দিন করে দুই মামলায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানিকালে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হয়।
শাজাহানপুর থানায় হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং পরে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে উদ্ধার হওয়া বিদেশি পিস্তল ও মাদক উদ্ধারের ঘটনায় আরেকটি মামলায় আজ আদালতে রিমান্ড শুনানির দিন ধার্য ছিল।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান নুরু, তাঁর সহযোগী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাইদুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক লীগের কর্মী সাদ্দাম হোসেন রবিন, রমজান আলী, বোরহান উদ্দিন, সেরাজুল ইসলাম, আমিনুল ইসলাম, মিতুল ও ওহাবুজ্জামান।
উল্লেখ্য, ৬ এপ্রিল রাতে শাজাহানপুর থানা-পুলিশ চাকুসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠুন মিয়াকে আটক করে। রাত ১০টার দিকে নুরুজ্জামান নুরুর নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা শাজাহানপুর থানায় হামলা করে কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধর করে মিঠুনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। আসামি ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে তাঁরা মহাসড়ক অবরোধ করেন। সেখান থেকেও পুলিশের ওপর ইটপাটকেল ছোড়া হয়। থানায় হামলা ও মহাসড়কে ইটপাটকেল নিক্ষেপে পুলিশের আটজন সদস্য আহত হন।
ওই রাতেই পুলিশ নুরুজ্জামান নুরুসহ ৯ জনকে গ্রেপ্তার করে এবং তাঁদের হেফাজত থেকে ১৫ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল, এক কেজি গাঁজা ও তিন বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে শাজাহানপুর থানায় দুটি মামলা করে। মামলা দুটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।
এদিকে নুরুজ্জামান নুরু গ্রেপ্তারের পর এক বিজ্ঞপ্তিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে তাঁকে শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
মূল সড়কে অটোরিকশা চালানোর দাবিতে রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় চালকেরা বিক্ষোভ করলে মারধরের শিকার হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা তাঁদের লাঠিপেটা করে সরিয়ে দেন। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে...
৫ মিনিট আগেকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে সবজি চাষ বাড়ছে। বিষমুক্ত এই পদ্ধতিতে ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। এ ছাড়া চাষাবাদে খরচ কম লাগছে।
১ ঘণ্টা আগেরংপুর বিভাগীয় সনাতনী সমাবেশস্থল পরিবর্তন করা হয়েছে। রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মাহীগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে...
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছে ছাত্রদল। আজ শুক্রবার বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সোহেল রানাকে হাতুড়িপেটার অভিযোগও অস্বীকার করেছে রাজশাহী নগর ছাত্রদল...
১ ঘণ্টা আগে