রূপপুর প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা) 
Thumbnail image

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের এক সারভেয়ারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার সাহাপুর নতুনহাট মোড়ে বিদেশিদের আবাসন গ্রিনসিটি আবাসিক এলাকার ৬ নম্বর ভবনের ১৭৪ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এলেক্স (৪২) নামের ওই ব্যক্তি একজন রুশ নাগরিক।

এলেক্স 'রোসেম' নামের একটি বিদেশি প্রতিষ্ঠানের কর্মী হিসেবে রূপপুর প্রকল্পে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, গতকাল রাতে কাজ শেষে এলেক্স তাঁর কক্ষে ঘুমিয়ে পড়েন। এর পরে আর না জাগায় আজ সকাল ১০টার দিকে সহকর্মীরা ডাকাডাকি করেও তাঁর কোন সাড়াশব্দ পায়নি। পরে খবর পেয়ে দুপুর ১টার দিকে পুলিশ ওই কক্ষ থেকে এলেক্সের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা পাঠায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, মরদেহের সুরতহাল দেখে মনে হয়েছে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত