রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক এলাকার দুটি বাগান ইজারা বিদ্যালয়ের কৃষি প্রকল্প। নামমাত্র মূল্যে ক্যাম্পাসের বাগান ইজারা দেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে। এদিকে শিক্ষার্থীরা বলছেন ক্যাম্পাসের বাগানের ফল শিক্ষার্থীরাই খাবেন ইজারা দেওয়া সঠিক সিদ্ধান্ত নয়।
শিক্ষার্থীরা বলছেন, নামমাত্র মূল্যে এভাবে ইজারা না দিয়ে পরিকল্পনার মধ্য দিয়ে ফলগুলো সংরক্ষণ করা; যাতে ফল পরিপক্ব হওয়ার পর সবার মধ্যে বিতরণ করা যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের পেছনের গোদাগাড়ী বাগানটি ৩১ হাজার টাকায় অহিদ আলী নামের এক ব্যক্তিকে ইজারা দেওয়া হয়। সেই সঙ্গে ক্যাম্পাসের বাকি বাগানগুলোও মাত্র ১০ হাজার টাকায় ইজারা নেওয়ার জন্যও তাঁকে অনুরোধও করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান মুন্না বলেন, ‘এত অল্প টাকা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো কাজে আসে না। আর এই টাকা তাঁরা গ্রহণ করে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। তবে তারা অনেকটা বাধ্য হয়েই নামমাত্র মূল্যে বাগানগুলো ইজারা দিয়ে থাকেন। কারণ অতিতে বিভিন্ন সময় বাগানগুলো ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা দখল করে।’
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, ‘ক্যাম্পাসের ফল-ফলাদি শিক্ষার্থীরা খাবে এটাই স্বাভাবিক। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন এত স্বল্পমূল্যে বাগানগুলো ইজারা দিচ্ছে তা বোধগম্য নয়।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘ক্যাম্পাসের ফল যেন কেউ অপরিপক্ব অবস্থায় পাড়তে না পারে এজন্য সংরক্ষণ করা উচিত। সেদিক বিবেচনায় ইজারা দেওয়া যুক্তিযুক্ত মনে হলেও নামমাত্র মূল্যে দেওয়া উচিত হয়নি। এর চেয়ে ফলগুলো সংরক্ষণে একটা পরিকল্পনা অবলম্বন করা উচিত। যাতে ফলগুলো পরিপক্ব ফল সকলের মধ্যে বিতরণ করা হয়।’
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘ক্যাম্পাসের মূল এলাকার কোনো বাগান ইজারা দেওয়া হয়নি। সবগুলো শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তবে আগের বছর গাছে উঠে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছেন। সেদিক বিবেচনায় ও ফল সংরক্ষণের জন্য আবাসিক এলাকার দুটো বাগান ইজারা দেওয়া হয়েছে। তবে সবাই সচেতন হয়ে পরিপক্ব হলে ফলগুলো পাড়া উচিত।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক এলাকার দুটি বাগান ইজারা বিদ্যালয়ের কৃষি প্রকল্প। নামমাত্র মূল্যে ক্যাম্পাসের বাগান ইজারা দেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে। এদিকে শিক্ষার্থীরা বলছেন ক্যাম্পাসের বাগানের ফল শিক্ষার্থীরাই খাবেন ইজারা দেওয়া সঠিক সিদ্ধান্ত নয়।
শিক্ষার্থীরা বলছেন, নামমাত্র মূল্যে এভাবে ইজারা না দিয়ে পরিকল্পনার মধ্য দিয়ে ফলগুলো সংরক্ষণ করা; যাতে ফল পরিপক্ব হওয়ার পর সবার মধ্যে বিতরণ করা যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের পেছনের গোদাগাড়ী বাগানটি ৩১ হাজার টাকায় অহিদ আলী নামের এক ব্যক্তিকে ইজারা দেওয়া হয়। সেই সঙ্গে ক্যাম্পাসের বাকি বাগানগুলোও মাত্র ১০ হাজার টাকায় ইজারা নেওয়ার জন্যও তাঁকে অনুরোধও করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান মুন্না বলেন, ‘এত অল্প টাকা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো কাজে আসে না। আর এই টাকা তাঁরা গ্রহণ করে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। তবে তারা অনেকটা বাধ্য হয়েই নামমাত্র মূল্যে বাগানগুলো ইজারা দিয়ে থাকেন। কারণ অতিতে বিভিন্ন সময় বাগানগুলো ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা দখল করে।’
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, ‘ক্যাম্পাসের ফল-ফলাদি শিক্ষার্থীরা খাবে এটাই স্বাভাবিক। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন এত স্বল্পমূল্যে বাগানগুলো ইজারা দিচ্ছে তা বোধগম্য নয়।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘ক্যাম্পাসের ফল যেন কেউ অপরিপক্ব অবস্থায় পাড়তে না পারে এজন্য সংরক্ষণ করা উচিত। সেদিক বিবেচনায় ইজারা দেওয়া যুক্তিযুক্ত মনে হলেও নামমাত্র মূল্যে দেওয়া উচিত হয়নি। এর চেয়ে ফলগুলো সংরক্ষণে একটা পরিকল্পনা অবলম্বন করা উচিত। যাতে ফলগুলো পরিপক্ব ফল সকলের মধ্যে বিতরণ করা হয়।’
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘ক্যাম্পাসের মূল এলাকার কোনো বাগান ইজারা দেওয়া হয়নি। সবগুলো শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তবে আগের বছর গাছে উঠে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছেন। সেদিক বিবেচনায় ও ফল সংরক্ষণের জন্য আবাসিক এলাকার দুটো বাগান ইজারা দেওয়া হয়েছে। তবে সবাই সচেতন হয়ে পরিপক্ব হলে ফলগুলো পাড়া উচিত।’
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৮ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৯ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৯ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৯ ঘণ্টা আগে