বগুড়া প্রতিনিধি
বরেণ্য কবি, শিল্প-সাহিত্যের ছোটকাগজ ‘শব্দ’-এর সম্পাদক, লিটন ম্যাগাজিন আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব সরোজ দেবের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে শহরের সাতমাথায় বগুড়া লেখক চক্রের আয়োজনে ওই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা কবি সরোজ দেবের ওপর সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানান। সেই সঙ্গে সরোজ দেবের নিরাপত্তা নিশ্চিত এবং হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মানববন্ধনে বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক বজলুল করিম বাহার, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না, সরকারি আজিজুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ কবি খৈয়াম কাদের, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টুসহ অন্য নেতারা।
তিন দিনব্যাপী বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনে অংশ নিয়ে লিটন ম্যাগাজিন কবি সরোজ দেব গাইবান্ধা শহরের পূর্বপাড়ায় নিজের বাসভবনে যান। এর পরই শুক্রবার তাঁর বাসভবনে হামলার ঘটনা ঘটে। এতে কবি ও তার পরিবারের সদস্যরা আহত হন।
ওই দিনই তিনি বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, সরোজ দেব শুক্রবার সকালে নিজ বাসায় অবস্থান করছিলেন। এ সময় আসামি সাজ্জাদ হোসেন ও তাঁর সহযোগীরা ‘কোনো কারণ ছাড়াই’ ঘরে ঢুকে তাঁকে মারধর করেন।
বরেণ্য কবি, শিল্প-সাহিত্যের ছোটকাগজ ‘শব্দ’-এর সম্পাদক, লিটন ম্যাগাজিন আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব সরোজ দেবের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে শহরের সাতমাথায় বগুড়া লেখক চক্রের আয়োজনে ওই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা কবি সরোজ দেবের ওপর সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানান। সেই সঙ্গে সরোজ দেবের নিরাপত্তা নিশ্চিত এবং হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মানববন্ধনে বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক বজলুল করিম বাহার, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না, সরকারি আজিজুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ কবি খৈয়াম কাদের, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টুসহ অন্য নেতারা।
তিন দিনব্যাপী বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনে অংশ নিয়ে লিটন ম্যাগাজিন কবি সরোজ দেব গাইবান্ধা শহরের পূর্বপাড়ায় নিজের বাসভবনে যান। এর পরই শুক্রবার তাঁর বাসভবনে হামলার ঘটনা ঘটে। এতে কবি ও তার পরিবারের সদস্যরা আহত হন।
ওই দিনই তিনি বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, সরোজ দেব শুক্রবার সকালে নিজ বাসায় অবস্থান করছিলেন। এ সময় আসামি সাজ্জাদ হোসেন ও তাঁর সহযোগীরা ‘কোনো কারণ ছাড়াই’ ঘরে ঢুকে তাঁকে মারধর করেন।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৩ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৪ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে