নওগাঁয় বাসের ধাক্কায় গ্রাম পুলিশ নিহত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ১৪: ৪০
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১৫: ২০

নওগাঁর বদলগাছীতে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী কৃষ্ণ রবিদাস (৩০) নামের এক গ্রাম পুলিশ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কৃষ্ণ রবিদাস নওগাঁ সদর উপজেলার বক্তারপুর গ্রামের মৃত রমন রবিদাসের ছেলে। তিনি নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। 

স্থানীয় বাসিন্দা ও থানার পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে অটোরিকশায় বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন কৃষ্ণ। পথে বদলগাছী সদরে ব্রিজের পাশে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে কৃষ্ণ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে তিনি মারা যান। 

নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত