Ajker Patrika

কর্মস্থলে ফেরা হলো না শাহীনের

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
কর্মস্থলে ফেরা হলো না শাহীনের

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার পাইকপাড়ায় যান শাহীন আলম। কিন্তু ঈদের ছুটি শেষে কর্মস্থলে আর ফেরা হলো না শাহীন আলমের (২৭)। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে ঢাকার মোহাম্মদপুরে কর্মস্থলে যাওয়ার পথে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান শাহীন আলম।

নিহত শাহীন আলমের বাবা কলিমুদ্দিন বলেন, চাকরিতে যোগদানের জন্য মোটরসাইকেলে ঢাকার উদ্দেশে বের হয় শাহীন। সবার কাছ থেকে বিদায় নিয়ে এক মোটরসাইকেলে দুজন যাচ্ছিল। দুপুরে খবর আসে শাহীন আলমের মোটরসাইকেলের পেছনে দ্রুতগতির একটি বাস ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে তাঁর পায়ের ওপর দিয়ে বাস চলে যায়। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় শাহীনের।

জানা গেছে, বছর দু-এক আগে রাজশাহী কলেজ থেকে সমাজকর্মে অনার্স-মাস্টার্স শেষ করেন শাহীন। লেখাপড়া শেষ করেই একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরি নেন। দুই বছর যাবৎ তিনি ওই কোম্পানিতে চাকরি করছেন। চাকরির পর থেকে ঢাকার মোহাম্মদপুর এলাকায় থাকতেন শাহীন। বিয়েও করেছেন শাহীন আলম। তবে তাদের এখনো কোনো সন্তান নেই। তাঁর স্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে একটি বেসরকারি সংস্থায় নার্সের চাকরি করছেন। 

নিহত শাহীন আলম তাঁর বাবার একমাত্র ছেলে। সড়ক দুর্ঘটনায় নিহতের খবরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ গোটা এলাকায়। 

দুর্ঘটনার পর শাহীনের মরদেহ টাঙ্গাইলের মির্জাপুরের একটি হাসপাতালে নিয়ে রাখা হয়েছে। অন্যদিকে শাহীনের মোটরসাইকেলে থাকা অপরজন সুস্থ আছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত