অতি বৃষ্টিতে নাটোরে দেবে গেছে রেললাইন

লালপুর (নাটোর) প্রতিনিধি
Thumbnail image

অতি বৃষ্টির কারণে নাটোরের লালপুরে আব্দুলপুর–আজিমনগর স্টেশনের মধ্যবর্তী ঘোষপাড়া এলাকায় মাটি ধসে আপ রেললাইনের পাশের একাংশ দেবে গেছে। এতে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। বর্তমানে ধসে যাওয়া রেললাইন সংস্কার করা হচ্ছে।

আজ শনিবার বিকেলে আব্দুলপুর রেলওয়ে জংশনে দায়িত্বরত স্টেশন মাস্টার মো. জিয়া উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, গত কয়েক দিনের ভারী বর্ষণের কারণে শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে আব্দুলপুর ও আজিমনগর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী ঘোষপাড়া ভাঙা এলাকায় রেললাইন দেবে যায়। এরপর ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করে। বিষয়টি জানার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

স্টেশন মাস্টার বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। সকাল থেকে রেললাইনের মেরামত কাজ চলছে। আশা করি দু–একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে।

উল্লেখ্য, একই স্থানে ২০০৫ ও ২০০৭ সালে মাটি ধসে গিয়েছিল। পরে রেল কর্তৃপক্ষ রেললাইনটি কংক্রিট ব্লক দিয়ে বেঁধে দেয়। এরপর থেকে এ স্থান ভাঙা নামে পরিচিত। এবার ভারী বর্ষণে একই স্থানে আবার ধসে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত