Ajker Patrika

বগুড়ায় ইজিবাইকচালকের গলাকাটা লাশ উদ্ধার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৫: ২২
বগুড়ায় ইজিবাইকচালকের গলাকাটা লাশ উদ্ধার

বগুড়ার শাজাহানপুর উপজেলায় আপেল (২৮) নামের এক ইজিবাইকচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ।  আজ বুধবার সকালে মাদলা ইউনিয়নের দরিনন্দ গ্রামের একটি মরিচখেতে স্থানীয়রা তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।  শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত আপেল বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী এলাকার মৃত পিন্টু মিয়ার ছেলে।  

স্থানীয়রা জানান, গত প্রায় তিন বছর ধরে আপেল বগুড়া সদরের নারুলি উত্তরপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন এবং চেলোপাড়া হরিবাসর এলাকায় সঞ্জয়ের গ্যারেজ থেকে ইজিবাইক নিয়ে চালাতেন। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে গ্যারেজ থেকে ইজিবাইক নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

নিহতের সহকর্মী সাহাদত ও সানোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘ভালো ছেলে হিসেবেই সে সবার কাছে পরিচিত ছিল। মঙ্গলবার দুপুরে গ্যারেজ থেকে ইজিবাইক নিয়ে বের হয়। এরপর থেকে তাঁর সঙ্গে আমাদের যোগাযোগ ছিল না। বুধবার সকালে সংবাদ পেয়ে এসে মরিচখেতে আপেলের লাশ দেখতে পাই।’ 

পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। নিহতের পকেটে ৩ হাজার ৪৬০ টাকা, একটি ব্লেড, গ্যাস লাইটার এবং একটি মোবাইল ফোন পাওয়া গেছে। 

ঘটনাস্থলে থাকা শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, লাশের গলা ও পায়ের রগ কাটা ছিল এবং পেটে ব্লেড দিয়ে লম্বা পাঁচটি টান দেওয়া রয়েছে।  ইজিবাইক এখনো উদ্ধার হয়নি।  হত্যার সম্ভাব্য কারণ এবং জড়িতদের চিহ্নিত করতে পুলিশ অনুসন্ধান শুরু করেছে।  ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত