বেশি দামে স্যালাইন বিক্রি অপরাধে দুই ফার্মেসিকে জরিমানা 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
Thumbnail image

রাজশাহীতে মূল্য তালিকা না রাখা এবং বেশি দামে স্যালাইন বিক্রির অপরাধে দুটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় নগরীর লক্ষ্মীপুর মোড়ে এ অভিযান চালায়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী আজকের পত্রিকাকে জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ৯১ টাকার স্যালাইন ২০০ টাকায় বিক্রি করার অপরাধে আলিফ লাম মিম ও আরোগ্য-নিকেতন ফার্মেসিকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা হয়েছে। জরিমানার টাকা প্রতিষ্ঠান দুটি থেকে তাৎক্ষণিক আদায় করা হয়েছে। 

তিনি আরও জানান, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি আশ্বাস দিয়েছে এখন থেকে সব ফার্মেসিতে মূল্য তালিকা থাকবে। তাই অভিযান স্থগিত করা হয়েছে। 

তবে মূল্য তালিকা না থাকলে এবং বেশি দামে ওষুধ বিক্রি করলে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকারের এ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত