ট্র্রেড লাইসেন্স না থাকলে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে রাসিক

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৯: ৩৫
Thumbnail image

ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স না থাকলে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। আজ বৃহস্পতিবার রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হকের নেতৃত্বে এ বিশেষ অভিযান চালানো হয়। 

জানা গেছে, আজ সকালে ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নিয়ে নগরের লক্ষ্মীপুর ঝাউতলা রোড থেকে সিঅ্যান্ডবি মোড় হয়ে সাহেববাজার, সাগরপাড়া ও নগর ভবন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে একটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স না থাকায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। 

এ বিষয়ে রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ঈ সাইদ বলেন, ‘২৬ থেকে ২৯ ডিসেম্বর বিভিন্ন এলাকায় ট্রেড লাইসেন্স আদায় কার্যক্রম অনুষ্ঠিত হবে। ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের ওপর আরোপিত সারচার্জ মওকুফের সুযোগ গ্রহণ করে ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য অনুরোধ করছি।’ 

রাজস্ব কর্মকর্তা আরও বলেন, শহরে ট্রেড লাইসেন্স-সংক্রান্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত