নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘দুই-তিন দিন আগে সমাবেশের মাঠে কর্মীদের জমায়েত বসানোর পলিসি নিয়েছে বিএনপির নেতৃবৃন্দ। জমায়েত বসিয়ে কোথাও হাঁড়িতে রান্না হচ্ছে, কোথাও গান-বাজনা হচ্ছে, কোথাও গল্প-আড্ডা হচ্ছে। এই যদি হয় আপনাদের (বিএনপির) রাজনীতি, ওই রাজনীতি আপনারা করতে থাকেন। ইনশা আল্লাহ এসব করে আমাদের পশমও ছিঁড়তে পারবেন না।’
বিএনপির ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ প্রতিবাদে আজ রোববার বিকেলে রাজশাহী নগরীর শাহমখদুম থানা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরীর বিমান চত্বরে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে নওদাপাড়া বাজারে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
লিটন বলেন, ‘বাংলাদেশে যখন উন্নয়ন দৃশ্যমান, দেশ যখন দ্রুত এগিয়ে যাচ্ছে, সেই সময়ে দেশের উন্নয়নকে স্তব্ধ করার চক্রান্ত করছে বিএনপি। যারা বলছে, বাংলাদেশ শ্রীলঙ্কা হবে, ডলার নেই, বাংলাদেশের আমদানি করার মতো অর্থ নেই, তারা মূর্খের স্বর্গে বাস করছে।’
শাহমখদুম থানা আওয়ামী লীগের সভাপতি আখতারুল আলমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু। সঞ্চালনা করেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন শাহু।
সমাবেশে উপস্থিত ছিলেন—রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, মীর ইশতিয়াক আহমেদ লিমন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী প্রমুখ।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘দুই-তিন দিন আগে সমাবেশের মাঠে কর্মীদের জমায়েত বসানোর পলিসি নিয়েছে বিএনপির নেতৃবৃন্দ। জমায়েত বসিয়ে কোথাও হাঁড়িতে রান্না হচ্ছে, কোথাও গান-বাজনা হচ্ছে, কোথাও গল্প-আড্ডা হচ্ছে। এই যদি হয় আপনাদের (বিএনপির) রাজনীতি, ওই রাজনীতি আপনারা করতে থাকেন। ইনশা আল্লাহ এসব করে আমাদের পশমও ছিঁড়তে পারবেন না।’
বিএনপির ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ প্রতিবাদে আজ রোববার বিকেলে রাজশাহী নগরীর শাহমখদুম থানা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরীর বিমান চত্বরে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে নওদাপাড়া বাজারে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
লিটন বলেন, ‘বাংলাদেশে যখন উন্নয়ন দৃশ্যমান, দেশ যখন দ্রুত এগিয়ে যাচ্ছে, সেই সময়ে দেশের উন্নয়নকে স্তব্ধ করার চক্রান্ত করছে বিএনপি। যারা বলছে, বাংলাদেশ শ্রীলঙ্কা হবে, ডলার নেই, বাংলাদেশের আমদানি করার মতো অর্থ নেই, তারা মূর্খের স্বর্গে বাস করছে।’
শাহমখদুম থানা আওয়ামী লীগের সভাপতি আখতারুল আলমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু। সঞ্চালনা করেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন শাহু।
সমাবেশে উপস্থিত ছিলেন—রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, মীর ইশতিয়াক আহমেদ লিমন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী প্রমুখ।
ছেলের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাঁর চাচা ও চাচাতো ভাইরা পরিকল্পিতভাবে আয়েশা বেগমকে হত্যা করেছেন। মরদেহের মুখমণ্ডলে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তবে পুলিশ এটিকে স্বাভাবিক মৃত্যু বলে দাবি করেছে।
৩ মিনিট আগেদেশের অন্যতম ব্যবসায়ী গ্রুপ ট্রান্সকম লিমিটেডের শেয়ার জালিয়াতি করে দখল ও ভুয়া পারিবারিক সেটেলেমেন্ট দলিল তৈরির দুটি মামলায় গ্রুপটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানসহ ৬ কর্মকর্তার জামিন বাতিল করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিভিশন আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত।
৯ মিনিট আগেরাজধানীর মিরপুরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ সাতজনের মধ্যে আব্দুল খলিল (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। আজ সোমবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ৬০২ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান।
১৩ মিনিট আগেরাজধানীতে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা রয়েছে এমন খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়েছে। এ সময় ঢাকাগামী বিভিন্ন পরিবহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
২৯ মিনিট আগে