উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
দীর্ঘ ৭ বছর বন্ধ থাকার পর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার (ওটি) চালু হলো। আজ রোববার দুপুরে এক প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে অপারেশন থিয়েটারটি চালু করা হয়। সফলভাবে অপারেশনের মাধ্যমে ছেলে শিশুর জন্মের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছে অপারেশন থিয়েটারের।
নবজাতক ও তার মা উভয়েই সুস্থ আছেন বলে জানিয়েছেন উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউল গনি ওসমানি।
দীর্ঘদিন পর অপারেশন থিয়েটার চালু হওয়ায় আনন্দ বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। এ সময় স্থানীয়রা জানান, দীর্ঘ সময় অপারেশন থিয়েটার বন্ধ থাকার কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আশা রোগীদের মাঝে ক্ষোভ বিরাজ করত। অনেক রোগীদের ভোগান্তির স্বীকার হতে হতো। কিন্তু আজ থেকে এই ভোগান্তির অবসান ঘটবে। প্রাণ ফিরে আসবে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
রোগীর সঙ্গে আসা স্বজন মোতাহার হোসেন বলেন, ‘এই স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ বছর পর আজকে আমার চাচাতো বোনের অস্ত্রোপচার হলো। এখানে আবারও অপারেশন চালু হওয়ায় আমরা খুবই খুশি। এখন আর আমাদের বাইরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিতে হবে না।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউল গনি ওসমানি আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে আমাদের জন্য বিশেষ করে উল্লাপাড়া বাসির জন্য অনেক আনন্দের দিন। কারণ আমরা দীর্ঘদিন পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার চালু করতে পারছি। আজকে একটা সিজারের মাধ্যমে শুরু করলাম। ইনশা আল্লাহ এখন থেকে রেগুলার বেসিস এ নির্দিষ্ট দিনে রুটিন অপারেশন গুলো করব। অফিস টাইমে যেগুলো ইমারজেন্সি অপারেশন থাকে সেগুলো সাধারণ ওটিতে করা হবে। আমরা আশা কারি এতে করে নিম্ন আয়ের যারা মানুষ তাঁদের অনেক উপকার হবে।’
দীর্ঘ ৭ বছর বন্ধ থাকার পর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার (ওটি) চালু হলো। আজ রোববার দুপুরে এক প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে অপারেশন থিয়েটারটি চালু করা হয়। সফলভাবে অপারেশনের মাধ্যমে ছেলে শিশুর জন্মের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছে অপারেশন থিয়েটারের।
নবজাতক ও তার মা উভয়েই সুস্থ আছেন বলে জানিয়েছেন উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউল গনি ওসমানি।
দীর্ঘদিন পর অপারেশন থিয়েটার চালু হওয়ায় আনন্দ বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। এ সময় স্থানীয়রা জানান, দীর্ঘ সময় অপারেশন থিয়েটার বন্ধ থাকার কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আশা রোগীদের মাঝে ক্ষোভ বিরাজ করত। অনেক রোগীদের ভোগান্তির স্বীকার হতে হতো। কিন্তু আজ থেকে এই ভোগান্তির অবসান ঘটবে। প্রাণ ফিরে আসবে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
রোগীর সঙ্গে আসা স্বজন মোতাহার হোসেন বলেন, ‘এই স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ বছর পর আজকে আমার চাচাতো বোনের অস্ত্রোপচার হলো। এখানে আবারও অপারেশন চালু হওয়ায় আমরা খুবই খুশি। এখন আর আমাদের বাইরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিতে হবে না।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউল গনি ওসমানি আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে আমাদের জন্য বিশেষ করে উল্লাপাড়া বাসির জন্য অনেক আনন্দের দিন। কারণ আমরা দীর্ঘদিন পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার চালু করতে পারছি। আজকে একটা সিজারের মাধ্যমে শুরু করলাম। ইনশা আল্লাহ এখন থেকে রেগুলার বেসিস এ নির্দিষ্ট দিনে রুটিন অপারেশন গুলো করব। অফিস টাইমে যেগুলো ইমারজেন্সি অপারেশন থাকে সেগুলো সাধারণ ওটিতে করা হবে। আমরা আশা কারি এতে করে নিম্ন আয়ের যারা মানুষ তাঁদের অনেক উপকার হবে।’
ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদারকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কমলাপুরে নিজবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
৫ মিনিট আগেসিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী একটি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। নিহতেরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। আজ রোববার সকাল সোয়া ৮ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ
৩৮ মিনিট আগেদেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও খ্যাতি ছড়িয়েছিল অবিভক্ত ব্রিটিশ-ভারতে প্রতিষ্ঠিত শতবর্ষী যশোর ইনস্টিটিউট। একটা সময় যশোরের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া জগৎ উন্নয়নে বিশেষ অবদান রাখে মাতৃস্থানীয় এ সংগঠন।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তান যুদ্ধের আগে পর্যন্ত রাজশাহীর সুলতানগঞ্জ ও ভারতের মুর্শিদাবাদের ময়া পর্যন্ত পদ্মা নদীতে চালু ছিল একটি নৌ-রুট। ৫৯ বছর পর নৌ প্রটোকল চুক্তির আওতায় আবার এই নৌ-রুট চালুর উদ্যোগ নেয় বিগত সরকার।
১ ঘণ্টা আগে