চাঁপাইনবাবগঞ্জ-৩: বিএনএম প্রার্থী মাওলানা আব্দুল মতিনের ভোট বর্জন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

এমনিতেই ভোটার উপস্থিতি কম, তার ওপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট ও প্রার্থীকে হত্যার হুমকি, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া, প্রার্থীকে ভোটকেন্দ্রে প্রবেশে নৌকার কর্মী-সমর্থকদের বাধা প্রদান ও প্রশাসনের নীরবতা এবং অসহযোগিতার অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের বিএনএম প্রার্থী মাওলানা আব্দুল মতিন। 

এদিকে শিবগঞ্জের কয়েকটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া নৌকা এবং স্বতন্ত্র ট্রাক প্রতীকের সমর্থদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। 

চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে সকাল ৮টা থেকে শুরু হয়। তবে সারা দিনই ভোটার উপস্থিতি একেবারেই কম ছিল। এমনকি ভোটারদের স্লিপ দেওয়ার জন্য প্রার্থীর কর্মী-সমর্থকদের কেন্দ্রের আশপাশে দেখা যায়নি। জেলার তিনটি সংসদীয় আসনে প্রায় একই চিত্র লক্ষ্য করা গেছে। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকে তাঁরা নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। 

তিনটি আসনে মোট ভোটার ১৩ লাখ ৪৫ হাজার ৩৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৭৮ হাজার ৩৩৫ ও নারী ভোটার ৬ লাখ ৬৭ হাজার ৬৭ জন। ভোট কেন্দ্র রয়েছে ৫১২টি। সকাল থেকে জেলার কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত