Ajker Patrika

জয়পুরহাটে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

জয়পুরহাটে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ  বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচার নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর-গোপাল গ্রামের মৃত বাবর মণ্ডলের ছেলে রব্বুল মণ্ডল, একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে রিপন মিয়া ও ফজলুলের ছেলে মাহাবুল। তাঁদের মধ্যে রব্বুল মণ্ডল ও রিপন মিয়া পলাতক রয়েছেন। 

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০২১ সালের ২২ এপ্রিল জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রাম থেকে ১ হাজার ৪৫০টি নেশাজাতীয় ইনজেকশন ও ৭০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করে পুলিশ। পরে পাঁচবিবি থানায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয় এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ওই মামলায় জামিন নিয়ে রব্বুল মণ্ডল ও রিপন মিয়া পলাতক রয়েছেন। এরপর মামলার আইনগত প্রক্রিয়া আদালতের আজ দুপুরে এ রায় ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত