Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১১ জুন ২০২৪, ১৪: ৫২
চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার কসবা ইউনিয়নের সোনামাসনা দক্ষপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। 

মৃত বৃদ্ধার নাম জোসনা বেগম (৮০)। তিনি ওই গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি জানান, জোসনা বেগম হার্টের রোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। গতকাল সোমবার রাতের কোনো এক সময় ঘরের আড়ার সঙ্গে গলায় শাড়ি বেঁধে ঝুলে পড়েন। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত