নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করায় দলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত শংকর ঘোষ নগরীর ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
গতকাল রাতে নগরীর বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু ও সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলের সভানেত্রী রাজশাহী সিটির সদ্য সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে আবারও দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। লক্ষ্য করা যাচ্ছে, তাঁকে মেয়র পদে মনোনয়ন দেওয়ার পর থেকেই ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শংকর ঘোষ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মেয়র প্রার্থী সম্পর্কে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছেন। ফলে মহানগর ও কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং মেয়র প্রার্থীর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাঁর এ ধরনের কাজ আওয়ামী লীগের গঠনতন্ত্র পরিপন্থী। এ কারণে তাঁকে দলের সব সাংগঠনিক পদ ও কার্যক্রম থেকে বহিষ্কার করা হলো।’
দলীয় সূত্রে জানা গেছে, শংকর ঘোষ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের অনুসারী হিসেবে পরিচিত। শংকর ঘোষ যে কমিটির সভাপতি ছিলেন, সেই কমিটির সাধারণ সম্পাদক ডাবলু সরকারের ছোট ভাই শাহনেওয়াজ সরকার সেডু। সম্প্রতি ডাবলুর একটি আপত্তিকর ভিডিও ফাঁস হলে তাঁর বহিষ্কার দাবিতে সোচ্চার হন মহানগর আওয়ামী লীগের নেতারা। তখন থেকেই লিটনের বিরুদ্ধে বিষোদ্গার করে আসছিলেন শংকর ঘোষ।
বহিষ্কারের বিষয়ে কথা বলার জন্য শংকর ঘোষের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর নম্বরটি বন্ধ পাওয়া গেছে। তাই এ বিষয়ে তাঁর মন্তব্য জানা যায়নি।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করায় দলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত শংকর ঘোষ নগরীর ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
গতকাল রাতে নগরীর বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু ও সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলের সভানেত্রী রাজশাহী সিটির সদ্য সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে আবারও দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। লক্ষ্য করা যাচ্ছে, তাঁকে মেয়র পদে মনোনয়ন দেওয়ার পর থেকেই ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শংকর ঘোষ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মেয়র প্রার্থী সম্পর্কে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছেন। ফলে মহানগর ও কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং মেয়র প্রার্থীর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাঁর এ ধরনের কাজ আওয়ামী লীগের গঠনতন্ত্র পরিপন্থী। এ কারণে তাঁকে দলের সব সাংগঠনিক পদ ও কার্যক্রম থেকে বহিষ্কার করা হলো।’
দলীয় সূত্রে জানা গেছে, শংকর ঘোষ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের অনুসারী হিসেবে পরিচিত। শংকর ঘোষ যে কমিটির সভাপতি ছিলেন, সেই কমিটির সাধারণ সম্পাদক ডাবলু সরকারের ছোট ভাই শাহনেওয়াজ সরকার সেডু। সম্প্রতি ডাবলুর একটি আপত্তিকর ভিডিও ফাঁস হলে তাঁর বহিষ্কার দাবিতে সোচ্চার হন মহানগর আওয়ামী লীগের নেতারা। তখন থেকেই লিটনের বিরুদ্ধে বিষোদ্গার করে আসছিলেন শংকর ঘোষ।
বহিষ্কারের বিষয়ে কথা বলার জন্য শংকর ঘোষের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর নম্বরটি বন্ধ পাওয়া গেছে। তাই এ বিষয়ে তাঁর মন্তব্য জানা যায়নি।
টাঙ্গাইলের মির্জাপুরে আনন্দ সরকার নামের এক যুবক তাঁর মা-বাবা ও প্রতিবেশীসহ সাতজনকে কুপিয়ে জখম করেছেন। তাঁদের মধ্যে রাজেশ্বরী সরকার মিতু (৩৬) নামের এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ৩টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক যুবক আনন্দ সরকারকে পুলিশ আটক করেছে।
১০ মিনিট আগেচট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহ করা পানিতে অতিরিক্ত লবণাক্ততার উপস্থিতি মিলেছে। পবিত্র রমজান মাস হওয়ায় এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অতি দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ বুধবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো
১৫ মিনিট আগেসিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের ভেতরের একটি টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরের বালুচর এলাকায় অবস্থিত ছাত্রাবাসের টিলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
১৭ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে গত পাঁচ মাসে পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫ জানুয়ারি মিশ্বানী এলাকায় পুলিশ পরিচয়ে চালবোঝাই ট্রাক ছিনতাই ও একটি গাড়ি ডাকাতির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
২২ মিনিট আগে