নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল করে যে সাইবার সিকিউরিটি আইন করা হচ্ছে, তা আরও নিষ্ঠুর বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার সকালে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে রাজশাহীতে লিফলেট বিতরণের আগে রুহুল কবির রিজভী সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেছেন, সাইবার সিকিউরিটি আইন ডিজিটাল নিরাপত্তা আইনের বিকল্প করা হয়েছে। এই আইনকে আরও নিষ্ঠুর, আরও ধারালো করা হয়েছে। এই আইনের কারণে সাংবাদিকদের নিরাপত্তা আরও বেশি ঝুঁকির মধ্যে পড়েছে, পাশাপাশি সাধারণ মানুষতো পড়েছেই।
ডেঙ্গু প্রতিরোধে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে রাজশাহীতে লিফলেট বিতরণ হয়। এই আইনের কারণে মত প্রকাশের স্বাধীনতা আর থাকবে না জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, তাদের (সরকার) যে লুটপাট, বিদেশে টাকা পাচার, তাদের যে ব্যাংক লুট এই ধরনের পরিস্থিতিতে কোনো চুরির সংবাদ যাতে কেউ কোনো গণমাধ্যমে বা কোথায় প্রচার না করতে পারে তাই সাইবার সিকিউরিটি অ্যাক্ট তারা পাস করেছে।
রুহুল কবির রিজভী আরও বলেন, ‘মানুষ ডেঙ্গু জ্বরে কাঁপছে, ওষুধ নেই, চিকিৎসা সরঞ্জাম নেই, নিম্নমানের চিকিৎসা সরঞ্জাম, অপ্রতুল ওষুধ। ঢাকার দুই সিটি করপোরেশনের ডেঙ্গু প্রতিরোধে কোনো সরঞ্জাম নেই। দুই সিটি করপোরেশনের মেয়র উল্লাস করছেন, পিকনিকে যাচ্ছেন। তাঁদের কোনো জবাবদিহি করতে হয় না। তাঁদের কাছে জনগণের জীবনের কোনো মূল্য নেই। জনগণের প্রতি এই মেয়রদের কোনো দয়ামায়াও নেই।’
শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় ও মোড়ে মোড়ে লিফলেট বিতরণের সময় রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক, এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সদস্যসচিব মামুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল করে যে সাইবার সিকিউরিটি আইন করা হচ্ছে, তা আরও নিষ্ঠুর বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার সকালে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে রাজশাহীতে লিফলেট বিতরণের আগে রুহুল কবির রিজভী সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেছেন, সাইবার সিকিউরিটি আইন ডিজিটাল নিরাপত্তা আইনের বিকল্প করা হয়েছে। এই আইনকে আরও নিষ্ঠুর, আরও ধারালো করা হয়েছে। এই আইনের কারণে সাংবাদিকদের নিরাপত্তা আরও বেশি ঝুঁকির মধ্যে পড়েছে, পাশাপাশি সাধারণ মানুষতো পড়েছেই।
ডেঙ্গু প্রতিরোধে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে রাজশাহীতে লিফলেট বিতরণ হয়। এই আইনের কারণে মত প্রকাশের স্বাধীনতা আর থাকবে না জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, তাদের (সরকার) যে লুটপাট, বিদেশে টাকা পাচার, তাদের যে ব্যাংক লুট এই ধরনের পরিস্থিতিতে কোনো চুরির সংবাদ যাতে কেউ কোনো গণমাধ্যমে বা কোথায় প্রচার না করতে পারে তাই সাইবার সিকিউরিটি অ্যাক্ট তারা পাস করেছে।
রুহুল কবির রিজভী আরও বলেন, ‘মানুষ ডেঙ্গু জ্বরে কাঁপছে, ওষুধ নেই, চিকিৎসা সরঞ্জাম নেই, নিম্নমানের চিকিৎসা সরঞ্জাম, অপ্রতুল ওষুধ। ঢাকার দুই সিটি করপোরেশনের ডেঙ্গু প্রতিরোধে কোনো সরঞ্জাম নেই। দুই সিটি করপোরেশনের মেয়র উল্লাস করছেন, পিকনিকে যাচ্ছেন। তাঁদের কোনো জবাবদিহি করতে হয় না। তাঁদের কাছে জনগণের জীবনের কোনো মূল্য নেই। জনগণের প্রতি এই মেয়রদের কোনো দয়ামায়াও নেই।’
শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় ও মোড়ে মোড়ে লিফলেট বিতরণের সময় রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক, এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সদস্যসচিব মামুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৬ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৬ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৭ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৭ ঘণ্টা আগে