Ajker Patrika

শুক্রবার চার দিনের সফরে রাজশাহী যাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৫: ০৬
শুক্রবার চার দিনের সফরে রাজশাহী যাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগামীকাল শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি চার দিনের জন্য সরকারি সফরে রাজশাহী যাবেন। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী আগামীকাল ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে বেলা সাড়ে ১১টায় রাজশাহীর আড়ানি রেলস্টেশনে পৌঁছাবেন। দুপুর দেড়টায় চারঘাটের বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান ফজলুল হকের কবর জিয়ারত করবেন। পরে বেলা ৩টায় বাঘা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগদান করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।  

পরদিন শনিবার বেলা ১১টায় বাঘা উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন তিনি। বেলা ৩টায় চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর রোববার দুপুর ১২টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী চারঘাটের নিমপাড়া ইউনিয়নের বঙ্গমাতা ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব পাঠাগার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বেলা ৩টায় ইউসুফপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। 

সফরের শেষ দিন সোমবার সকাল ১০টায় বাঘা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগদান করবেন মো. শাহরিয়ার আলম। এরপর বিকেল সাড়ে ৫টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত