Ajker Patrika

মোবাইল অ্যাপে ঋণের ফাঁদ, ১৭ প্রতারক জেল হাজতে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
মোবাইল অ্যাপে ঋণের ফাঁদ, ১৭ প্রতারক জেল হাজতে

আবুল এহসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ক্রল করতে করতে একটি অ্যাপের বিজ্ঞাপন দেখেন। ‘র‍্যাপিড ক্যাশ’ নামে এই অ্যাপে ৩০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়া যায় বলে বিজ্ঞাপনে দেখানো হয়। অ্যাপটি ডাউনলোড করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রথমে ৭১৫ টাকা ঋণ পান তিনি। কিন্তু ঋণ নেওয়ার পরই তাঁর জীবনে অন্ধকার নেমে আসে। 

এই অ্যাপের সঙ্গে সম্পৃক্ত প্রতারকেরা তাঁকে জিম্মি করে আদায় করছিলেন টাকা। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট এই প্রতারক চক্রের ১৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ১৭ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

ভুক্তভোগী আবুল এহসানের বাড়ি রাজশাহীতে। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে নগরীর বোয়ালিয়া থানা-পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি মোবাইল ফোন, ১১টি ল্যাপটপ, ৫টি সিপিইউ, পেনড্রাইভ ও টাকা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার ১৭ জন হলেন মাহিউদ্দিন মাহির (৩১), বিন সাদ মিনহাজ (২৩), ছানা মিয়া (৩৫), মো. লিটন (৪৩), মেহেদী হাসান (২৩), হাসান ইমাম প্রিন্স (৩৩), বেলায়েত হোসেন (২৮), মারুফ আহমেদ (২৭), সাব্বির হোসেন লিয়ন (২৬), শিহাবুল ইসলাম নিশু (২২), ফায়েজুল ইসলাম (২৪), সোহান খান (২১), আব্দুল ওয়াদুদ (২৫), ইতি আক্তার (২০), স্মৃতি শাহ সৌমিক (২১), আয়েশা (২১) এবং রুবাইয়া (২০)। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ মার্চ আবুল এহসান ফেসবুকে র‍্যাপিড ক্যাশ নামের একটি অ্যাপ থেকে ৩০ হাজার টাকা ঋণ নেওয়ার বিজ্ঞাপন দেখেন। তিনি অ্যাপটি ডাউনলোড করে তাঁর মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও লাইভ ছবি দিয়ে নিবন্ধন করেন। মোবাইল ব্যাংকিং নগদের একটি নম্বর থেকে তাঁর মোবাইলে ৭১৫ টাকা ক্যাশ ইন হয়। তখন বলা হয়, ৫৮৫ টাকা সুদসহ মোট ১ হাজার ৩০০ টাকা পরিশোধ করতে হবে। টাকা পরিশোধ করলে আবুল এহসানের নগদ অ্যাকাউন্টে আবার টাকা জমা হয় এবং সুদসহ পরিশোধ করতে বলা হয়। এ ধরনের হয়রানির একপর্যায়ে টাকা পরিশোধ না করায় তাঁর নগ্ন ছবি তৈরি করে তাঁর কন্টাক্ট লিস্টের কয়েকজনকে দেওয়া হয়। ভবিষ্যতে নিকটাত্মীয় এক নারীর নগ্ন ছবি তৈরির হুমকি দেয় প্রতারকেরা। এরপর ১৪ মে বোয়ালিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন তিনি। 

এরপরই পুলিশ অভিযানে নামে। পুলিশের এন্টি টেররিজম ইউনিটের অফিসার ও ফোর্সের সহায়তায় এই ১৭ জনকে গতকাল বুধবার গ্রেপ্তার করা হয়।

আরএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতারক চক্রটি র‍্যাপিড ক্যাশ মোবাইল অ্যাপটি ব্যবহার করে দেশে এবং দেশের বাইরে প্রতারণা করছিল। তারা সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নিচ্ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত