চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ১৭: ২৯

চাঁপাইনবাবগঞ্জের পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ভোলাহাটের মহানন্দা নদীতে দুই শিশু ও শিবগঞ্জের পাগলা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। 
 
আজ শনিবার দুপুরে ভোলাহাট উপজেলার বজরাটেক মুন্সিগঞ্জ এলাকায় মহানন্দা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় দুই শিশু। পরে দুপুর ৩টার দিকে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে। 

নিহত শিশুরা রাধানগর কলোনি গ্রামের সুবেদ মিস্ত্রির ছেলে আজিজুল হক (১২) ও একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে জিহাদ মিয়া (১৩)। 

এদিকে আজ দুপুরে শিবগঞ্জ উপজেলার তর্তিপুর শ্মশানঘাট পাগলা নদীতে গোসলে গিয়ে ডুবে প্রিয়াঙ্কা (১১) নামের এক শিশুর মৃত্যু হয়। সে উপজেলার রানিহাটি ইউনিয়নের কামারপাড়া গ্রামের রূপ কুমারের মেয়ে। 

প্রিয়াঙ্কার চাচা নিশিত কুমার জানান, একটি ধর্মীয় উৎসবে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তর্তিপুর শ্মশান ঘাটে গোসলে যায় প্রিয়াঙ্কা। এ সময় স্রোতে নদীতে তলিয়ে যায় সে। একপর্যায়ে খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করা হয়। 

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নদীতে গোসল করতে নামে আজিজুল ও জিহাদ। পরে তারা দুজনই নিখোঁজ হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে একজনকে ফায়ার সার্ভিসের কর্মী ও আরেক শিশুকে স্থানীয়রা উদ্ধার করে। 

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার জানান, নিখোঁজ থাকার কয়েক ঘণ্টার মধ্যেই দুই শিশুকেই উদ্ধার করা হয়। পরে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত