সান্তাহারে পিকনিক খাওয়া নিয়ে দ্বন্দ্বে সবজি বিক্রেতাকে ছুরিকাঘাত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
Thumbnail image

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পুরাতন বাজারে পিকনিক খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে রতন আলী (২৭) নামের এক সবজি বিক্রেতাকে ছুরিকাঘাতে আহত করা হয়েছে। এ ঘটনায় আাজ সোমবার সকালে রতনের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি মামলা করেছেন। আহত রতন উপজেলার সান্তাহার দৈনিক মাছ বাজার এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে।  

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে সান্তাহার পুরাতন বাজারের একটি সেডে পিকনিক খাওয়া নিয়ে সবজি বিক্রেতা রতন আলীর সাথে বিরোধ বাঁধে একই এলাকার মৃত ইয়াছিন প্রামানিকের ছেলে রাকিব হাসান রকির। এ কারনে ওই রাতেই দুজনের মাঝে মারপিটের ঘটনাও ঘটে। সেই জের ধরে পরদিন রোববার সকালে রতন আলী তার দোকানে পৌঁছনোর পর রকির সঙ্গে ফের কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বার্মিজ চাকু দিয়ে রতনকে জখম করে রকি। 

এতে গুরুত্বর আহত অবস্থায় রতনকে স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় সোমবার সকালে রতনের স্ত্রী বিলকিস বেগম বাদি হয়ে রাকিব হাসান রকিসহ ৪ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অন্য আসামীরা হলেন মৃত ইসাহাক আলীর ছেলে মোজাম (৫৭), মৃত ইয়াছিনের স্ত্রী হাসি বেগম (৪৫) ও তার ছেলে রবিন (২৬)। ছুরিকাঘতের ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত