রাজশাহী প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে রাজধানীতে আম নিয়ে যেতে আগামীকাল সোমবার এ রুটে চালু হবে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’। আম ছাড়াও শাক-সবজি, দেশীয় ফলমূল ও ডিমসহ পার্সেল হিসেবে অন্যান্য মালামাল পরিবহন করা যাবে এই ট্রেনে। ট্রেনটিতে বগি থাকবে আটটি।
পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে বিকাল ৪টায়। ট্রেনটি ৪টা ২০ মিনিটে নাচোল,৪টা ৪০ মিনিটে নিজামপুর এবং ৫টায় আমনূরা জংশনে আসবে। ৬টায় আসবে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন। আমনূরা ও কাঁকনহাট স্টেশনে থেমে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
এরপর ট্রেনটি সারদা, আড়ানী, আব্দুলপুর, বঙ্গবন্ধু পশ্চিম সেতু, জয়দেবপুর, ঢাকা বিমানবন্দর, তেজগাঁওয়ে থেমে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে রাত ১টা ৪৫ মিনিটে। এই ট্রেনে রহনপুর থেকে প্রতি কেজি আম নেওয়া যাবে এক টাকা ৩০ পয়সায়। আর রাজশাহী, আড়ানী, সারদা ও আব্দুলপুর থেকে ভাড়া পড়বে এক টাকা ১৮ পয়সা।
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে এই ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিকেলে রহনপুরে থাকবেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। আর সন্ধ্যায় রাজশাহী রেলওয়ে স্টেশনে থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ রেলের অন্যান্য কর্মকর্তারা।
গত কয়েক বছর ধরেই আমের মৌসুমে কিছুদিনের জন্য ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’ চালু করা হয়। ট্রেনটিতে রেলওয়ের আইনে পার্সেল মালামাল হিসেবে গণ্য অন্যান্য জিনিসপত্রও বহন করা যায়। কিন্তু ট্রেনটির ব্যাপারে অনেক আম ব্যবসায়ীরই আগ্রহ কম। ট্রেনে পরিবহন খরচ কম হলেও আড়ত থেকে আম স্টেশনে নেওয়া, আবার স্টেশন থেকে নামিয়ে বাজারে নেওয়াটাকে বিড়ম্বনা হিসেবে মনে করেন ব্যবসায়ীরা। ফলে বেশির ভাগ ব্যবসায়ীই ট্রাকে করেই আম পরিবহন করে থাকেন। এরপরও উল্লেখযোগ্য পরিমাণ আম যায় এই ট্রেনে। এ ছাড়া অন্যান্য মালামালও পরিবহন করা হয়। যদিও ট্রেনটি পরিচালনা করতে রেলওয়ের লোকসানই হয়। আমের মৌসুম শেষ হলে ট্রেনটি বন্ধ করা হয়। এ বছর আমের মৌসুম শুরুর অনেকটা পরেই ট্রেনটি চালু হচ্ছে।
এর কারণ জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘রহনপুরের আম ব্যবসায়ী ও চাষিরা ১০ জুন থেকে ট্রেনটি চালু করতে বলেছিলেন। কিন্তু পঞ্চগড়ে রেলওয়ের একটা অনুষ্ঠান থাকায় সেদিন ট্রেনটি চালু করা যায়নি। তা ছাড়া মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হয়। সবকিছু মিলিয়ে একটু দেরি হয়ে গেল। এখনো এই ট্রেন চালুর কারণে দুই জেলার আম চাষি ও ব্যবসায়ীরা উপকৃত হবেন।’
চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে রাজধানীতে আম নিয়ে যেতে আগামীকাল সোমবার এ রুটে চালু হবে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’। আম ছাড়াও শাক-সবজি, দেশীয় ফলমূল ও ডিমসহ পার্সেল হিসেবে অন্যান্য মালামাল পরিবহন করা যাবে এই ট্রেনে। ট্রেনটিতে বগি থাকবে আটটি।
পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে বিকাল ৪টায়। ট্রেনটি ৪টা ২০ মিনিটে নাচোল,৪টা ৪০ মিনিটে নিজামপুর এবং ৫টায় আমনূরা জংশনে আসবে। ৬টায় আসবে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন। আমনূরা ও কাঁকনহাট স্টেশনে থেমে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
এরপর ট্রেনটি সারদা, আড়ানী, আব্দুলপুর, বঙ্গবন্ধু পশ্চিম সেতু, জয়দেবপুর, ঢাকা বিমানবন্দর, তেজগাঁওয়ে থেমে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে রাত ১টা ৪৫ মিনিটে। এই ট্রেনে রহনপুর থেকে প্রতি কেজি আম নেওয়া যাবে এক টাকা ৩০ পয়সায়। আর রাজশাহী, আড়ানী, সারদা ও আব্দুলপুর থেকে ভাড়া পড়বে এক টাকা ১৮ পয়সা।
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে এই ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিকেলে রহনপুরে থাকবেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। আর সন্ধ্যায় রাজশাহী রেলওয়ে স্টেশনে থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ রেলের অন্যান্য কর্মকর্তারা।
গত কয়েক বছর ধরেই আমের মৌসুমে কিছুদিনের জন্য ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’ চালু করা হয়। ট্রেনটিতে রেলওয়ের আইনে পার্সেল মালামাল হিসেবে গণ্য অন্যান্য জিনিসপত্রও বহন করা যায়। কিন্তু ট্রেনটির ব্যাপারে অনেক আম ব্যবসায়ীরই আগ্রহ কম। ট্রেনে পরিবহন খরচ কম হলেও আড়ত থেকে আম স্টেশনে নেওয়া, আবার স্টেশন থেকে নামিয়ে বাজারে নেওয়াটাকে বিড়ম্বনা হিসেবে মনে করেন ব্যবসায়ীরা। ফলে বেশির ভাগ ব্যবসায়ীই ট্রাকে করেই আম পরিবহন করে থাকেন। এরপরও উল্লেখযোগ্য পরিমাণ আম যায় এই ট্রেনে। এ ছাড়া অন্যান্য মালামালও পরিবহন করা হয়। যদিও ট্রেনটি পরিচালনা করতে রেলওয়ের লোকসানই হয়। আমের মৌসুম শেষ হলে ট্রেনটি বন্ধ করা হয়। এ বছর আমের মৌসুম শুরুর অনেকটা পরেই ট্রেনটি চালু হচ্ছে।
এর কারণ জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘রহনপুরের আম ব্যবসায়ী ও চাষিরা ১০ জুন থেকে ট্রেনটি চালু করতে বলেছিলেন। কিন্তু পঞ্চগড়ে রেলওয়ের একটা অনুষ্ঠান থাকায় সেদিন ট্রেনটি চালু করা যায়নি। তা ছাড়া মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হয়। সবকিছু মিলিয়ে একটু দেরি হয়ে গেল। এখনো এই ট্রেন চালুর কারণে দুই জেলার আম চাষি ও ব্যবসায়ীরা উপকৃত হবেন।’
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয়দের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় এক গৃহবধূসহ আহত হয়েছে ৩ জন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামে এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
২ ঘণ্টা আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১০ হাজারের বেশি বিদ্যুৎ-সংযোগ রয়েছে আবাসিক গ্রাহকের বাসাবাড়িতে। কিন্তু অনেকের বাড়ি, এমনকি মূল লাইনেও বিদ্যুতের খুঁটি নেই। স্থায়ী খুঁটিতে সংযোগ টানার কথা বলে খুঁটিপ্রতি ১৭-১৮ হাজার টাকা নেওয়া হলেও সেটি হয়নি।
২ ঘণ্টা আগেআজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনার পর চার ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকার কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত রেল চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানান কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।
২ ঘণ্টা আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোস্তাকিন মিয়া (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের বসতঘর থেকে মোস্তাকিন মিয়ার লাশ উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে