জেলা পরিষদের জমিতে ভবন ভাড়া দিল এনা প্রপার্টিজ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ১০: ৩৮
রাজশাহী জেলা পরিষদের জায়গা দখল করে এনা প্রপার্টিজের গড়ে তোলা ভবনে ঝুলছে বিএনপির সাইনবোর্ড। ছবিটি গতকাল দুপুরে তোলা। আজকের পত্রিকা

দখল করা জায়গায় ভবন নির্মাণ করেছে রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রতিষ্ঠান এনা প্রপার্টিজ। এখন ওই ভবন জেলা ও মহানগর বিএনপির কার্যালয় করতে ‘ভাড়া’ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ওই ভবনে বিএনপির পক্ষ থেকে সাইনবোর্ডও টাঙানো হয়েছে। এখন পুরোদমে শুরু হয়েছে সাজসজ্জার কাজ।

রাজশাহী নগরের সোনাদীঘির পাড়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সঙ্গে একটি বহুতল বাণিজ্যিক ভবন করেছে এনা প্রপার্টিজ। ভবনটির নাম দেওয়া হয়েছে ‘সিটি সেন্টার’। রাসিকের জায়গাতেই সিটি সেন্টার নির্মাণ করা হয়। এই সিটি সেন্টারের পেছনে কর্মচারীদের থাকা ও বৈদ্যুতিক সরঞ্জাম রাখার জন্য জেলা পরিষদের জায়গা দখল করে দোতলা একটি ভবন নির্মাণ করে এনা প্রপার্টিজ।

ভবনটির ঠিক দক্ষিণ অংশে জেলা পরিষদের অধীনে ছিল রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউট। কয়েক বছর আগে প্রতিষ্ঠানটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এখন এই ফাঁকা স্থানটিতে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের কাজ শুরু হয়েছে।

গতকাল সোমবার সকালে গিয়ে দেখা যায়, ভবনের দোতলায় সংস্কারকাজ চলছে। ভবনে যাতায়াতের রাস্তা করতে সামনের টিনের বেড়া খুলে ফেলা হয়েছে। কয়েকজন শ্রমিক রাস্তার কাজ করছেন। আশপাশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অবস্থান করছেন।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরিফ উদ্দীন বলেন, ‘সিটি সেন্টার নির্মাণের সময় পেছনের দোতলা ভবনটি করা হলেও জায়গাটি আসলে জেলা পরিষদের। ডেভেলপার প্রতিষ্ঠান এনা প্রপার্টিজ তাদের কর্মচারী ও বৈদ্যুতিক সামগ্রী রাখার জন্য ভবনটি নির্মাণ করে। তৎকালীন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সহায়তায় এনা প্রপার্টিজ জেলা পরিষদের ওই জায়গায় ভবনটি নির্মাণ করে। ওই ভবনের জায়গা যেহেতু সিটি করপোরেশনের নয়, তাই ভবনটিতে সিটি করপোরেশনের কোনো অংশও নেই।’

এনা গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক সম্প্রতি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাই জেলা পরিষদের জায়গা দখলের বিষয়ে তাঁর সঙ্গে কথা বলা যায়নি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত