Ajker Patrika

রাজশাহীতে ৮৫০ বোতল ফেনসিডিলসহ ২ যুবক গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১৫: ০৮
রাজশাহীতে ৮৫০ বোতল ফেনসিডিলসহ ২ যুবক গ্রেপ্তার 

রাজশাহীর বাঘা উপজেলায় ৮৫০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার রাতে উপজেলার আলাইপুর মধ্যপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৫-এর রাজশাহীর একটি দল এই অভিযান চালায়। 

গ্রেপ্তার যুবকেরা হলেন আলাইপুর মধ্যপাড়া গ্রামের রুবেল ইসলাম (৩২) ও বারশত দিয়াড় গ্রামের সোহেল রানা ওরফে রানা (৩০)। আজ সোমবার দুপুরে র‍্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

র‍্যাব জানায়, এক নারীর অগোচরেই তাঁর বাড়িতে ফেনসিডিল লুকিয়ে রেখেছিলেন সোহেল রানা ও রুবেল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা ওই বাড়িতে অভিযান চালান এবং সেখান থেকে ৮৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

এ বিষয়ে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। দুই আসামিকেও বাঘা থানায় সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত