ঋণগ্রস্ত হয়ে ব্যবসায়ীর আত্মহত্যার অভিযোগ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২২, ২৩: ৫৫

দুর্গাপুর উপজেলায় ঋণগ্রস্ত হওয়ায় একজন ব্যবসায়ী আমবাগানে গিয়ে গলায় রশি বেঁধে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠছে। গতকাল মঙ্গলবার সকালে দুর্গাপুর থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। গত সোমবার রাতে বাড়ির বাইরে একটি আমবাগানে গিয়ে গলায় রশি বেঁধে আত্মহত্যা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ওই ব্যক্তির নাম আবু বাক্কার (৫৫)। তিনি উপজেলার জয়নগর ইউনিয়নের দুর্গাদহ গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে। 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হাসান বলেন, ‘মৃতের পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে লেখা ছিল ঋণের জন্য তাকে অনেকেই চাপ দিচ্ছিল। আবু বাক্কারের পারিবারিক সূত্রে জেনেছি, তাঁর ২০ থেকে ২৫ লাখ টাকা ঋণ ছিল। সম্প্রতি পাওনাদাররা তাকে টাকা পরিশোধের জন্য চাপ দিচ্ছিল।’

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আবু বাক্কার ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত