রাবি প্রতিনিধি
৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ছাত্রলীগের সহায়তায় বাসভবনে ফিরেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। আজ রোববার দুপুর ২টার দিকে সিনেট ভবনের সামনে থেকে প্যারিস রোড হয়ে বাস ভবনে ফেরেন তিনি। এর আগে বেলা সাড়ে ১১টা থেকে উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সিনেট ভবনের পাশে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল শনিবারের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তা ও শিক্ষার্থীদের ওপর পুলিশের রাবার বুলেট ছোড়ার প্রতিবাদ জানাতে আজ রোববার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেন তাঁরা। এসময় প্রশাসন ভবনে অবস্থানরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্য ভবনের সামনে এসে জড়ো হন। এসময় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসলে তোপের মুখে পড়েন।
একপর্যায়ে আলোচনায় বসতে রাজি হন শিক্ষার্থীরা। তবে তাঁরা ঘটনাস্থল বিনোদপুরে আলোচনায় বসতে চান। কিন্তু উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে বসতে চাইলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে উপাচার্য সাবাস বাংলাদেশ মাঠে গেলে শিক্ষার্থীরা তাঁকে গালিগালাজ করেন। তখন বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশে উপাচার্যকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। দীর্ঘ ৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহায়তায় নিরাপদে নিজ বাসভবনে ফেরেন উপাচার্য। এর কিছুক্ষণের মধ্যেই আন্দোলনরত শিক্ষার্থীরা হলে ফিরে যান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা লক্ষ করছি যে, এই ঘটনাকে পুঁজি করে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। তাদের নির্দিষ্ট কোনো দাবি ছিলো না। তাঁরা ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। আমরা শান্তিপূর্ণভাবে তাদেরকে প্রতিহত করেছি। পাশাপাশি উপাচার্য স্যারকে নিরাপদে তাঁর বাসভবনে পৌঁছে দিয়েছি।’
আরও পড়ুন:
৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ছাত্রলীগের সহায়তায় বাসভবনে ফিরেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। আজ রোববার দুপুর ২টার দিকে সিনেট ভবনের সামনে থেকে প্যারিস রোড হয়ে বাস ভবনে ফেরেন তিনি। এর আগে বেলা সাড়ে ১১টা থেকে উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সিনেট ভবনের পাশে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল শনিবারের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তা ও শিক্ষার্থীদের ওপর পুলিশের রাবার বুলেট ছোড়ার প্রতিবাদ জানাতে আজ রোববার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেন তাঁরা। এসময় প্রশাসন ভবনে অবস্থানরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্য ভবনের সামনে এসে জড়ো হন। এসময় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসলে তোপের মুখে পড়েন।
একপর্যায়ে আলোচনায় বসতে রাজি হন শিক্ষার্থীরা। তবে তাঁরা ঘটনাস্থল বিনোদপুরে আলোচনায় বসতে চান। কিন্তু উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে বসতে চাইলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে উপাচার্য সাবাস বাংলাদেশ মাঠে গেলে শিক্ষার্থীরা তাঁকে গালিগালাজ করেন। তখন বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশে উপাচার্যকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। দীর্ঘ ৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহায়তায় নিরাপদে নিজ বাসভবনে ফেরেন উপাচার্য। এর কিছুক্ষণের মধ্যেই আন্দোলনরত শিক্ষার্থীরা হলে ফিরে যান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা লক্ষ করছি যে, এই ঘটনাকে পুঁজি করে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। তাদের নির্দিষ্ট কোনো দাবি ছিলো না। তাঁরা ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। আমরা শান্তিপূর্ণভাবে তাদেরকে প্রতিহত করেছি। পাশাপাশি উপাচার্য স্যারকে নিরাপদে তাঁর বাসভবনে পৌঁছে দিয়েছি।’
আরও পড়ুন:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী একটি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। নিহতেরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। আজ রোববার সকাল সোয়া ৮ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ
২ মিনিট আগেদেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও খ্যাতি ছড়িয়েছিল অবিভক্ত ব্রিটিশ-ভারতে প্রতিষ্ঠিত শতবর্ষী যশোর ইনস্টিটিউট। একটা সময় যশোরের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া জগৎ উন্নয়নে বিশেষ অবদান রাখে মাতৃস্থানীয় এ সংগঠন।
২২ মিনিট আগেভারত-পাকিস্তান যুদ্ধের আগে পর্যন্ত রাজশাহীর সুলতানগঞ্জ ও ভারতের মুর্শিদাবাদের ময়া পর্যন্ত পদ্মা নদীতে চালু ছিল একটি নৌ-রুট। ৫৯ বছর পর নৌ প্রটোকল চুক্তির আওতায় আবার এই নৌ-রুট চালুর উদ্যোগ নেয় বিগত সরকার।
৩৪ মিনিট আগেযশোরের বেনাপোল পৌর বাস টার্মিনাল চালু করতে বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল বন্ধ করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত কার্যকরের পর গতকাল শনিবার সারা দেশ থেকে বেনাপোল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন ব্যবসায়ী সমিতি।
৪১ মিনিট আগে