উল্লাপাড়ায় ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৫০
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৬: ০৯

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেনযোগাযোগ বন্ধ হয়ে পড়ে। টানা তিন ঘণ্টা পর চলাচল স্বাভাবিক হয়। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কের উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া মোহনপুর রেলওয়ে স্টেশনের মাঝবর্তী ৩২ নম্বর রেলসেতুর কাছে এ ঘটনা ঘটে। 

বিকল হওয়া ট্রেনের ইঞ্জিনউল্লাপাড়া স্টেশনমাস্টার হায়দার আলী আজকের পত্রিকাকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী ট্রেনটি উল্লাপাড়া-মোহনপুর স্টেশনের মাঝামাঝি ৩২ নম্বর রেলব্রিজ এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে বিকল হওয়া ট্রেনটি উদ্ধার করে উল্লাপাড়া স্টেশনে নিয়ে আশা হয়। অন্যদিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব থেকে একটি ইঞ্জিন নিয়ে এসে রংপুরগামী ট্রেনটি আবার রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করবে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত