ছাত্রদের অভিযোগে পাকশী রেলওয়ের ২ কর্মকর্তা বরখাস্ত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৯: ২৭
Thumbnail image
ফাইল ছবি

বিনা টিকিটের ট্রেনযাত্রী থেকে বাড়তি টাকা নেওয়ার অভিযোগে পাবনার পাকশীতে দুই রেল কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন ও বাণিজ্যিক কর্মকর্তা স্বাক্ষরিত পৃথক আদেশ তাঁদের বরখাস্ত করা হয়।

বরখাস্ত ব্যক্তিরা হলেন পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে সংযুক্ত ট্রেন পরিচালক (গার্ড) জাকারিয়া সোহাগ এবং টিকিট পর্যবেক্ষক (টিটিই) নয়ন ইসলাম।

রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার চাঁপাইনবাবগঞ্জ থেকে ঈশ্বরদী হয়ে ঢালারচর অভিমুখী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে টিকিট চেক করার সময় যাত্রীদের কাছ বাড়তি টাকা গ্রহণের বিষয়টি ছাত্রদের কাছে ধরা পড়ে। পরে তাঁরা অভিযোগ দায়ের করেন।’

সূত্রে জানা যায়, রহনপুর স্টেশন থেকে বেলা সাড়ে ৩টার দিকে পাবনার ঢালারচর অভিমুখে ছেড়ে আসে ঢালারচর এক্সপ্রেস ট্রেন। ওই ট্রেন দায়িত্বরত টিটিই নয়ন ইসলাম ও ট্রেন পরিচালক জাকারিয়া সোহাগ বিনা টিকিটের যাত্রীদের কাছে বাড়তি টাকা নিয়ে টিকিট দেননি।

পরে রাজশাহী স্টেশন থেকে ট্রেনে থাকা কয়েকজন ছাত্রের কাছে যাত্রীরা অভিযোগ করেন। বিষয়টি বুঝতে পেরে দায়িত্বরত টিটিই ও গার্ড প্রথমে অস্বীকার করলেও পরে তাঁরা ছাত্রদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

কিন্তু ছাত্ররা রাতেই বিষয়টি রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের কয়েকজন কর্মকর্তাকে অবহিত করেন। পরে এ ঘটনায় আজ পাকশী রেলওয়ে বিভাগীয় দপ্তর প্রধানের স্বাক্ষরিত পৃথক পত্রাদেশে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত