বড়াইগ্রামে শ্বশুরবাড়িতে যুবকের বিষপান, হাসপাতালে মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
Thumbnail image

নাটোরের বড়াইগ্রামে শ্বশুরবাড়িতে বিষপান করে এক যুবক। অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার নটাবাড়িয়া কালির ঘূন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সবুজ হোসেন (২৩)। তিনি উপজেলার নটাবাড়িয়া গ্রামের ফয়জাল হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ ছিল তাঁর। এর জের ধরে নটাবাড়িয়া কালির ঘূন এলাকার মহসিন সরকারের বাড়িতে বিষপান করেন। তাঁকে উদ্ধার করে ‘আমিনা হাসপাতাল’ নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়। 

বাবা ফয়জাল হোসেন বলেন, ‘বিয়ের পর থেকেই সবুজ শ্বশুরবাড়িতেই থাকত। কী কারণে অমন ঘটনা ঘটাল তা জানা নাই।’ 

স্ত্রী শিউলী খাতুন জানান, ছয় বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর স্বামীর সবুজের সঙ্গে তাঁর বাবার বাড়িতেই থাকতেন। তাঁর স্বামী কী কারণে বিষপান করেছেন তা জানেন না তিনি। তাঁর সঙ্গে কোনো বিরোধ ছিল না বলে জানান তিনি। 

স্থানীয়র আমিনা হাসপাতালের চিকিৎসক ডা. আনসারুল হক বলেন, ‘বিষপানের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো।’ 

বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। মরদেহ ময়নাতদন্তের প্রতিবেদন আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত