ভোলাহাটে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২৪, ১৫: ৪৩
Thumbnail image

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের একটি কেন্দ্রের কাছে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার পাঁচটিকরি আলিম মাদ্রাসা কেন্দ্রের কাছে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১০টার দিকে ভোটকেন্দ্রে যাওয়ার আগে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল খালেক ও আনোয়ারুল ইসলামের সমর্থকেরা বাগ্‌বিতণ্ডা থেকে একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তাতে চারজন আহত হন। আহতদের মধ্যে সামসুল আজমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় গুরুতর আঘাত রয়েছে। তা ছাড়া মুনসুর আলীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আজকের পত্রিকাকে বলেন, ভোটকেন্দ্রের সীমানার বাইরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত