সিরাজগঞ্জ প্রতিনিধি
তিন মাস বন্ধ থাকার পর আগামীকাল শুক্রবার থেকে আবারও চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন। টিকিট মিলবে অনলাইনে। ইতিমধ্যে সব প্রস্তুতি নিয়েছে রেল বিভাগ।
আজ বৃহস্পতিবার দুপুরে ট্রেন চালু হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের (পাকশি) সহকারী বাণিজ্যিক কর্মকর্তা এ কে এম নুরুল আলম।
গত ১১ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজারের (পশ্চিম) পক্ষে ডেপুটি চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট (পশ্চিম) মোসা. হাসিনা খাতুন স্বাক্ষরিত এক চিঠিতে ট্রেন পুনরায় চালু করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের (পাকশি) সহকারী বাণিজ্যিক কর্মকর্তা এ কে এম নুরুল আলম বলেন, তিন মাস আগে বন্ধ হয়ে যাওয়া সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আগামীকাল শুক্রবার (১৫ নভেম্বর) থেকে আগের নিয়মেই সিরাজগঞ্জ-ঢাকা রুটে চলাচল করবে। আগে সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে টিকিট অনলাইন ছিল না। তাই এখন থেকে ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে। যাত্রীরা ঘরে বসে ট্রেনের টিকিট কাটতে পারবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বন্ধ ঘোষণা করা হয়। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় টিকিট কাউন্টার।
সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে আন্দোলনে নামে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও শিক্ষার্থীরা। নিয়ে স্মারকলিপি প্রদান, সভা-সমাবেশ, মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই রেলওয়ের সচিব, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ সহ সিরাজগঞ্জের সব শ্রেণি-পেশার মানুষসহ শিক্ষার্থী ও শিক্ষকদের। আমি সর্বোচ্চ কৃতজ্ঞতা জানাই সিরাজগঞ্জে কর্মরত সব গণমাধ্যমকর্মীদের। তাঁদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না।
সাইদুর রহমান বাচ্চু আরও বলেন, আমি ট্রেন চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছি, সব শ্রেণি-পেশার মানুষদের নিয়ে মানববন্ধন করেছি, স্মারকলিপি দিয়েছি। সচিবের সঙ্গে দেখা করে অনুরোধ করেছি। অবশেষে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চালু হতে যাচ্ছে, এই অর্জন সিরাজগঞ্জবাসীর। আমার আরও দাবি থাকবে, যমুনা নদীর ওপর নির্মাণাধীন রেলসেতু চালু হওয়ার পরে উত্তর-পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলো যেন সিরাজগঞ্জ শহর হয়ে চলাচল করে। এতে শিল্পাঞ্চলে পরিণত হতে যাওয়া সিরাজগঞ্জের মানুষ অনেক উপকৃত হবে।
তিন মাস বন্ধ থাকার পর আগামীকাল শুক্রবার থেকে আবারও চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন। টিকিট মিলবে অনলাইনে। ইতিমধ্যে সব প্রস্তুতি নিয়েছে রেল বিভাগ।
আজ বৃহস্পতিবার দুপুরে ট্রেন চালু হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের (পাকশি) সহকারী বাণিজ্যিক কর্মকর্তা এ কে এম নুরুল আলম।
গত ১১ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজারের (পশ্চিম) পক্ষে ডেপুটি চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট (পশ্চিম) মোসা. হাসিনা খাতুন স্বাক্ষরিত এক চিঠিতে ট্রেন পুনরায় চালু করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের (পাকশি) সহকারী বাণিজ্যিক কর্মকর্তা এ কে এম নুরুল আলম বলেন, তিন মাস আগে বন্ধ হয়ে যাওয়া সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আগামীকাল শুক্রবার (১৫ নভেম্বর) থেকে আগের নিয়মেই সিরাজগঞ্জ-ঢাকা রুটে চলাচল করবে। আগে সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে টিকিট অনলাইন ছিল না। তাই এখন থেকে ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে। যাত্রীরা ঘরে বসে ট্রেনের টিকিট কাটতে পারবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বন্ধ ঘোষণা করা হয়। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় টিকিট কাউন্টার।
সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে আন্দোলনে নামে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও শিক্ষার্থীরা। নিয়ে স্মারকলিপি প্রদান, সভা-সমাবেশ, মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই রেলওয়ের সচিব, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ সহ সিরাজগঞ্জের সব শ্রেণি-পেশার মানুষসহ শিক্ষার্থী ও শিক্ষকদের। আমি সর্বোচ্চ কৃতজ্ঞতা জানাই সিরাজগঞ্জে কর্মরত সব গণমাধ্যমকর্মীদের। তাঁদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না।
সাইদুর রহমান বাচ্চু আরও বলেন, আমি ট্রেন চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছি, সব শ্রেণি-পেশার মানুষদের নিয়ে মানববন্ধন করেছি, স্মারকলিপি দিয়েছি। সচিবের সঙ্গে দেখা করে অনুরোধ করেছি। অবশেষে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চালু হতে যাচ্ছে, এই অর্জন সিরাজগঞ্জবাসীর। আমার আরও দাবি থাকবে, যমুনা নদীর ওপর নির্মাণাধীন রেলসেতু চালু হওয়ার পরে উত্তর-পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলো যেন সিরাজগঞ্জ শহর হয়ে চলাচল করে। এতে শিল্পাঞ্চলে পরিণত হতে যাওয়া সিরাজগঞ্জের মানুষ অনেক উপকৃত হবে।
অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
১ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
১ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
২ ঘণ্টা আগেচট্টগ্রামে অবৈধ বসতি উচ্ছেদ করে প্রায় এক একর পাহাড়ি জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার নগরীর আকবরশাহ উত্তর লেকসিটি, সুপারিবাগান ও ইসলামাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে এসব বসতি উচ্ছেদ করা হয়।
২ ঘণ্টা আগে