বগুড়া প্রতিনিধি
বগুড়ায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১৫৫ বস্তা চালসহ এক আওয়ামী লীগ নেতা ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে সদর উপজেলার কমলপুর গ্রামের মীর সেমি-অটোরাইস মিলে এই ঘটনা ঘটে।
আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার ও চাল জব্দের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান।
গ্রেপ্তাররা হচ্ছেন জেলার সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছার রহমান দিপু (৫৫) ও তাঁর সহযোগী দোবাড়িয়া গ্রামের ফেরদৌস আলম (৩৮)।
জব্দ করা চালের প্রতিটি বস্তার গায়ে লেখা ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ খাদ্য অধিদপ্তর ও ওজন ৩০ কেজি। এসব চালের আনুমানিক মূল্য ১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা। পুলিশের কাছ থেকে এসব তথ্য জানা গেছে।
পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালানোর সময় কমলপুর গ্রামের মীর সেমি-অটোরাইস মিল থেকে একজন পালিয়ে যান। অপর দুজনকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা কালোবাজারির মাধ্যমে সরকারি বিক্রি নিষিদ্ধ চাল অবৈধভাবে মজুত করেছিলেন।’
পলাতক ব্যক্তিসহ গ্রেপ্তার দুজনের নামে বগুড়া সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ মামলা করেছে বলে জানান পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান। তিনি বলেন, ‘ওই মামলায় গ্রেপ্তার দুজনকে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
শেখেরকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা হাকিম মণ্ডল বলেন, ‘শুনেছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছার রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি দীর্ঘদিন ধরে চালের ব্যবসা করেন। সরকারি চাল কীভাবে তাঁর গোডাউনে পাওয়া গেল সে বিষয়ে বলতে পারব না।’
বগুড়ায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১৫৫ বস্তা চালসহ এক আওয়ামী লীগ নেতা ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে সদর উপজেলার কমলপুর গ্রামের মীর সেমি-অটোরাইস মিলে এই ঘটনা ঘটে।
আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার ও চাল জব্দের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান।
গ্রেপ্তাররা হচ্ছেন জেলার সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছার রহমান দিপু (৫৫) ও তাঁর সহযোগী দোবাড়িয়া গ্রামের ফেরদৌস আলম (৩৮)।
জব্দ করা চালের প্রতিটি বস্তার গায়ে লেখা ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ খাদ্য অধিদপ্তর ও ওজন ৩০ কেজি। এসব চালের আনুমানিক মূল্য ১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা। পুলিশের কাছ থেকে এসব তথ্য জানা গেছে।
পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালানোর সময় কমলপুর গ্রামের মীর সেমি-অটোরাইস মিল থেকে একজন পালিয়ে যান। অপর দুজনকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা কালোবাজারির মাধ্যমে সরকারি বিক্রি নিষিদ্ধ চাল অবৈধভাবে মজুত করেছিলেন।’
পলাতক ব্যক্তিসহ গ্রেপ্তার দুজনের নামে বগুড়া সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ মামলা করেছে বলে জানান পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান। তিনি বলেন, ‘ওই মামলায় গ্রেপ্তার দুজনকে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
শেখেরকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা হাকিম মণ্ডল বলেন, ‘শুনেছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছার রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি দীর্ঘদিন ধরে চালের ব্যবসা করেন। সরকারি চাল কীভাবে তাঁর গোডাউনে পাওয়া গেল সে বিষয়ে বলতে পারব না।’
কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচজন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেদা আক্তার হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
৩ মিনিট আগেনাটোর–পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় বনপাড়া থেকে রাজাপুরগামী ব্যাটারিচালিত অটোভ্যানটিকে খুলনা থেকে নাটোরগামী ট্রাকে চাপা দেয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়।
৪১ মিনিট আগেসিলেটে দুই পক্ষের সংঘর্ষে বিলাল আহমদ মুন্সী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে সিলেট নগরের শাহপরান এলাকার বাহুবলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।
৪২ মিনিট আগেকক্সবাজারে এইডস রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় ৭ বছরের তুলনায় গত দুই বছরে এই সংক্রমণ দ্বিগুণ হয়েছে। আক্রান্তদের মধ্যে বড় অংশ উখিয়া ও টেকনাফে আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গা।
১ ঘণ্টা আগে