Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এরফান গ্রুপের ট্রাক চাপায় মারুফ (১৬) নামের এক শিশু শ্রমিক নিহত হয়েছে। সোমবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনায় ঘটে। 

নিহত শিশু সদর উপজেলার কল্যাণপুর এলাকার দেলোয়ার ড্রাইভারের ছেলে। 

নিহত মারুফের ভাই পারভেজ জানান, সোমবার সকালে এরফান গ্রুপের ট্রাক টার্মিনালে একটি ট্রাক মেরামতের কাজ করছিল মারুফ। এ সময় অন্য একটি ট্রাক মেরামতরত ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটি চলতে শুরু করে মারুফকে সামনের একটি দেওয়ালের সঙ্গে চাপা দেয়। আশপাশের লোকজন মারুফকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহত মারুফের মামা জানান, মারুফের মরদেহ কোন অভিযোগ ছাড়াই দাফন করা হয়েছে।

এ বিষয়ে এরফান গ্রুপের মানব সম্পাদক কর্মকর্তা জাকির হোসেন বলেন, একটি দুর্ঘটনা ঘটেছে বলে শুনেছি। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত