প্রতিনিধি, রাজশাহী
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান। শুক্রবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, মারা যাওয়া ১৫ জনের মধ্যে ১০ জনেরই বাড়ি রাজশাহী। এ ছাড়া নাটোরের দুজন এবং নওগাঁ, পাবনা ও মেহেরপুরের একজন করে মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর দুজন এবং নওগাঁ, নাটোর ও মেহেরপুরের একজন মিলে মোট পাঁচজন করোনা পজিটিভ ছিলেন।
রাজশাহীর আরও দুজন করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ওয়ার্ডে মারা গেছেন। অন্য আটজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাঁদের মধ্যে ছয়জন রাজশাহীর এবং একজন করে নাটোর ও পাবনার বাসিন্দা ছিলেন।
মৃত ১৫ জনের মধ্যে ১১ জন পুরুষ ও চারজন নারী ছিলেন। তাঁদের মধ্যে ২১-৩০ বছরের মধ্যে একজন পুরুষ, ৪১-৫০ বছরের মধ্যে দুজন পুরুষ, ৫১-৬০ বছরের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী এবং ষাটোর্ধ্ব চারজন পুরুষ ও তিনজন নারী ছিলেন।
হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ পাঁচজন রোগী মারা গেছেন ২৯, ৩০ নম্বর ওয়ার্ডে। তিনজন করে মারা গেছেন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও ১৫ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া ১৬ নম্বর ওয়ার্ডে দুজন এবং ১ ও ৪ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন। চলতি মাসে হাসপাতালটিতে এ নিয়ে ২৮২ জনের মৃত্যু হলো। গত জুনে মারা গেছে ৪০৫ জন।
হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ৪৫৪টি। শুক্রবার সকালে ভর্তি ছিলেন ৪৯৮ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ জন। শুক্রবার সকালে রাজশাহীর ২৬৬, চাঁপাইনবাবগঞ্জের ৩৪, নাটোরের ৮০, নওগাঁর ৪০, পাবনার ৫৫, কুষ্টিয়ার ১৫, চুয়াডাঙ্গার দুই, সিরাজগঞ্জের এক ও ঝিনাইদহের দুজন করে রোগী ভর্তি ছিলেন।
নমুনা পরীক্ষায় তাঁদের মধ্যে ২৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর ২০০ জন ছিলেন করোনার উপসর্গ নিয়ে। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে ভর্তি ছিলেন ৫৬ জন।
রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর মিলে বুধবার জেলায় মোট ১ হাজার ৪৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৭০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৮ দশমিক ৫৯ শতাংশ। আর এ দিন শুধু রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে শনাক্তের হার ৩৪ দশমিক ৭৭ শতাংশ।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান। শুক্রবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, মারা যাওয়া ১৫ জনের মধ্যে ১০ জনেরই বাড়ি রাজশাহী। এ ছাড়া নাটোরের দুজন এবং নওগাঁ, পাবনা ও মেহেরপুরের একজন করে মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর দুজন এবং নওগাঁ, নাটোর ও মেহেরপুরের একজন মিলে মোট পাঁচজন করোনা পজিটিভ ছিলেন।
রাজশাহীর আরও দুজন করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ওয়ার্ডে মারা গেছেন। অন্য আটজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাঁদের মধ্যে ছয়জন রাজশাহীর এবং একজন করে নাটোর ও পাবনার বাসিন্দা ছিলেন।
মৃত ১৫ জনের মধ্যে ১১ জন পুরুষ ও চারজন নারী ছিলেন। তাঁদের মধ্যে ২১-৩০ বছরের মধ্যে একজন পুরুষ, ৪১-৫০ বছরের মধ্যে দুজন পুরুষ, ৫১-৬০ বছরের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী এবং ষাটোর্ধ্ব চারজন পুরুষ ও তিনজন নারী ছিলেন।
হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ পাঁচজন রোগী মারা গেছেন ২৯, ৩০ নম্বর ওয়ার্ডে। তিনজন করে মারা গেছেন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও ১৫ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া ১৬ নম্বর ওয়ার্ডে দুজন এবং ১ ও ৪ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন। চলতি মাসে হাসপাতালটিতে এ নিয়ে ২৮২ জনের মৃত্যু হলো। গত জুনে মারা গেছে ৪০৫ জন।
হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ৪৫৪টি। শুক্রবার সকালে ভর্তি ছিলেন ৪৯৮ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ জন। শুক্রবার সকালে রাজশাহীর ২৬৬, চাঁপাইনবাবগঞ্জের ৩৪, নাটোরের ৮০, নওগাঁর ৪০, পাবনার ৫৫, কুষ্টিয়ার ১৫, চুয়াডাঙ্গার দুই, সিরাজগঞ্জের এক ও ঝিনাইদহের দুজন করে রোগী ভর্তি ছিলেন।
নমুনা পরীক্ষায় তাঁদের মধ্যে ২৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর ২০০ জন ছিলেন করোনার উপসর্গ নিয়ে। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে ভর্তি ছিলেন ৫৬ জন।
রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর মিলে বুধবার জেলায় মোট ১ হাজার ৪৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৭০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৮ দশমিক ৫৯ শতাংশ। আর এ দিন শুধু রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে শনাক্তের হার ৩৪ দশমিক ৭৭ শতাংশ।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিক্ষোভের পর রাত ১০টার দিকে টিএসসিতে গায়েবানা জানাজার নামাজও আদায় করা হয়
১ ঘণ্টা আগেচট্টগ্রাম আদালতে ইসকন নেতা ও সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সহিংসতায় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহতের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল বন্দরনগরী। গতকাল সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেপ্তার
২ ঘণ্টা আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ মঙ্গলবার উপজেলার পুকড়া এলাকায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগেববি, ট্রেজারার, সেনা কর্মকর্তা, বরিশাল, জেলার খবর
৩ ঘণ্টা আগে