নাটোর প্রতিনিধি
নাটোরে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলায় দুই পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারী যুবলীগের চার কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে নাটোর সদর হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশের আহত দুই সদস্য হলেন—হাসিবুল ইসলাম ও সেলিম রেজা। দুই কনস্টেবলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে আটককৃত যুবলীগের কর্মীরা হলেন—নাদিম, জনি, সাগর ও জাকির।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নাটোর সদর হাসপাতালের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী অনুষ্ঠান শেষে মোটরসাইকেল নিয়ে শহরের দিকে ফিরছিলেন যুবলীগ-ছাত্রলীগ কর্মীরা। এ সময় হাসপাতালের গেটের উল্টো পাশে সাদা পোশাকে থাকা নাটোর পুলিশ লাইনসের দুই কনস্টেবল মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে উভয়ের মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের সঙ্গে ওই পুলিশ কনস্টেবলদের কথা-কাটাকাটির শুরু হয়। একপর্যায়ে তারা পরস্পরকে মারধর শুরু করে। এ সময় ওই দুই পুলিশ কনস্টেবল ও চারজন ছাত্রলীগ-যুবলীগ কর্মী আহত হয়। পরে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা সেখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ রায় জানান, পুলিশের দুই সদস্য মুখমণ্ডলে আঘাত পেয়েছেন। স্পর্শকাতর বিবেচনায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘কনস্টেবল সেলিম রেজার মুখে ১০টি সেলাই লেগেছে। দুজনই রক্তাক্ত হয়েছেন। এ ঘটনায় আমরা ৪ জনকে আটক করেছি।’
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ‘আহতদের মধ্যে দুই কনস্টেবলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নাটোরে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলায় দুই পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারী যুবলীগের চার কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে নাটোর সদর হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশের আহত দুই সদস্য হলেন—হাসিবুল ইসলাম ও সেলিম রেজা। দুই কনস্টেবলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে আটককৃত যুবলীগের কর্মীরা হলেন—নাদিম, জনি, সাগর ও জাকির।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নাটোর সদর হাসপাতালের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী অনুষ্ঠান শেষে মোটরসাইকেল নিয়ে শহরের দিকে ফিরছিলেন যুবলীগ-ছাত্রলীগ কর্মীরা। এ সময় হাসপাতালের গেটের উল্টো পাশে সাদা পোশাকে থাকা নাটোর পুলিশ লাইনসের দুই কনস্টেবল মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে উভয়ের মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের সঙ্গে ওই পুলিশ কনস্টেবলদের কথা-কাটাকাটির শুরু হয়। একপর্যায়ে তারা পরস্পরকে মারধর শুরু করে। এ সময় ওই দুই পুলিশ কনস্টেবল ও চারজন ছাত্রলীগ-যুবলীগ কর্মী আহত হয়। পরে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা সেখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ রায় জানান, পুলিশের দুই সদস্য মুখমণ্ডলে আঘাত পেয়েছেন। স্পর্শকাতর বিবেচনায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘কনস্টেবল সেলিম রেজার মুখে ১০টি সেলাই লেগেছে। দুজনই রক্তাক্ত হয়েছেন। এ ঘটনায় আমরা ৪ জনকে আটক করেছি।’
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ‘আহতদের মধ্যে দুই কনস্টেবলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
গাজীপুরের টঙ্গীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত দশটার দিকে টঙ্গীর আউচপাড়ার মোল্লাবাড়ী সড়কের একটি চারতলা বাড়িতে এ ঘটনা ঘটে । এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশপাশের বাড়িগুলোর বাসিন্দাদের মধ্যে।
৭ মিনিট আগেগাজীপুর মহানগরীর কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় আজ সোমবার আবারও চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। এক মাসের বকেয়া বেতনের দাবিতে ৭ দিন চন্দ্রা -নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের পর রোববারে বেতন দেওয়া হবে এমন আশ্বাসে শ্রমিকেরা গত বৃহস্পতিবার রাতে অবরোধ তুলে ন
৩৬ মিনিট আগেনোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ১৪ জন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড । এ বিষয়ে হাতিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল রোববার রাত ১২টার সময় তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে শনিবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে বনভোজনে যাওয়া দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ বিভাগ, বিআরটিসি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার দায় রয়েছে মন্তব্য করেছে বুয়েটের স্বাধীন কমিটি। আজ সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) গঠিত তদন্ত কমি
১ ঘণ্টা আগে