Ajker Patrika

পৌর মেয়রের বিরুদ্ধে ১৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৬: ৪৭
পৌর মেয়রের বিরুদ্ধে ১৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা

রাজশাহীর কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদের বিরুদ্ধে প্রায় ১৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা হয়েছে। ৬ মার্চ রাজশাহীর সিনিয়র স্পেশাল জজ আদালত ও জেলা দায়রা জজ আদালতে মামলাটি করেছেন ওই পৌরসভার কাউন্সিলর একরামুল হক। বিষয়টি এতদিন গোপন থাকলেও আজ মঙ্গলবার মামলার বাদী নিজে গণমাধ্যমকে জানান।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদের দায়িত্ব পালনের সময় বিধি-বিধান ও নিয়মনীতির তোয়াক্কা না করে ক্ষমতার অপব্যবহার করে পৌরসভার বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন। কোন কোন খাত থেকে টাকা আত্মসাৎ করা হয়েছে তা মামলার আরজিতে তুলে ধরা হয়েছে। এর আগে গত ২৫ জানুয়ারি কেশরহাট পৌরসভার পাঁচজন কাউন্সিলর মেয়র শহীদের বিরুদ্ধে সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে পৌর মেয়র শহিদুজ্জামান শহিদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। কিন্তু তিনি ফোন না ধরায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত