নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার বিরুদ্ধে উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন এক প্রার্থী। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এই সংসদ সদস্যের বাড়ি পুঠিয়া উপজেলার বিড়ালদহে। পাঁচ দিনের সরকারি সফরে গত বুধবার তিনি রাজশাহী গেছেন।
২১ মে পুঠিয়া উপজেলা পরিষদের ভোট। চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আব্দুল ওয়াদুদ দারার প্রধান নির্বাচনী এজেন্ট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ মোল্লা।
বর্তমান চেয়ারম্যান ও মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জি এম হিরা বাচ্চু আজ বৃহস্পতিবার রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি এতে বলেছেন, আচরণবিধি লঙ্ঘন করে প্রতিমন্ত্রী দারা এলাকায় গিয়ে সরাসরি প্রভাব বিস্তার করছেন। ভোটারদের ভয়ভীতিও দেখাচ্ছেন।
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ তুলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও লিখিত অভিযোগ পাঠিয়েছেন জি এম হিরা বাচ্চু।
দুই অভিযোগে জি এম হিরা বাচ্চু উল্লেখ করেন, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুস সামাদ মোল্লার পক্ষে কাজ করছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা। বুধবার রাত থেকে তিনি তাঁর পুঠিয়া উপজেলার বিড়ালদহের বাড়িতে নেতা-কর্মীদের ডেকে সামাদ মোল্লার পক্ষে কাজ করার নির্দেশ দেন। কেউ আপত্তি করলে তাঁকে হুমকি-ধমকি ও চাপ দিচ্ছেন। শুধু তাই নয়, সামাদ মোল্লার পক্ষে ভোট করতে প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ নেতা-কর্মী ও ভোটারদের ফোন করেও প্রভাব বিস্তার করছেন।
জি এম হিরা বাচ্চু আরও অভিযোগ করেন, ১১ মে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম একটি সভা করে দলীয় নেতা-কর্মীদের বলেন, সামাদ মোল্লা প্রতিমন্ত্রী দারার পছন্দের প্রার্থী। তাঁর পক্ষে কাজ করতে হবে।
অভিযোগের বিষয়ে জানতে কয়েকবার ফোন করা হলেও ধরেননি প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা। তাই এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী বলেন, ‘জি এম হিরা বাচ্চুর অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেব।’
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার বিরুদ্ধে উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন এক প্রার্থী। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এই সংসদ সদস্যের বাড়ি পুঠিয়া উপজেলার বিড়ালদহে। পাঁচ দিনের সরকারি সফরে গত বুধবার তিনি রাজশাহী গেছেন।
২১ মে পুঠিয়া উপজেলা পরিষদের ভোট। চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আব্দুল ওয়াদুদ দারার প্রধান নির্বাচনী এজেন্ট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ মোল্লা।
বর্তমান চেয়ারম্যান ও মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জি এম হিরা বাচ্চু আজ বৃহস্পতিবার রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি এতে বলেছেন, আচরণবিধি লঙ্ঘন করে প্রতিমন্ত্রী দারা এলাকায় গিয়ে সরাসরি প্রভাব বিস্তার করছেন। ভোটারদের ভয়ভীতিও দেখাচ্ছেন।
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ তুলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও লিখিত অভিযোগ পাঠিয়েছেন জি এম হিরা বাচ্চু।
দুই অভিযোগে জি এম হিরা বাচ্চু উল্লেখ করেন, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুস সামাদ মোল্লার পক্ষে কাজ করছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা। বুধবার রাত থেকে তিনি তাঁর পুঠিয়া উপজেলার বিড়ালদহের বাড়িতে নেতা-কর্মীদের ডেকে সামাদ মোল্লার পক্ষে কাজ করার নির্দেশ দেন। কেউ আপত্তি করলে তাঁকে হুমকি-ধমকি ও চাপ দিচ্ছেন। শুধু তাই নয়, সামাদ মোল্লার পক্ষে ভোট করতে প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ নেতা-কর্মী ও ভোটারদের ফোন করেও প্রভাব বিস্তার করছেন।
জি এম হিরা বাচ্চু আরও অভিযোগ করেন, ১১ মে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম একটি সভা করে দলীয় নেতা-কর্মীদের বলেন, সামাদ মোল্লা প্রতিমন্ত্রী দারার পছন্দের প্রার্থী। তাঁর পক্ষে কাজ করতে হবে।
অভিযোগের বিষয়ে জানতে কয়েকবার ফোন করা হলেও ধরেননি প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা। তাই এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী বলেন, ‘জি এম হিরা বাচ্চুর অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেব।’
গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিতে নিজের স্বামীকে ‘নিহত’ দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করা সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে
৪ মিনিট আগেসম্প্রতি নগরের বিনোদপুর বাজারের এক ভাঙারি ব্যবসায়ী আমিরুল মোমেনিনের স্টুডিও থেকে ভাস্কর্য দুটি কিনে এনেছেন। এখন বিনোদপুর বাজারে খোকন নামের ওই ব্যবসায়ীর দোকানের সামনে পড়ে আছে ভাস্কর্য দুটি। দোকানটির নাম ‘খোকন আয়রন ঘর’। খোকন আছেন ক্রেতার অপেক্ষায়। কেউ না কিনলে ভাস্কর্য দুটি ভেঙে লোহা হিসেবে বিক্রি করব
১০ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ককটেল বিস্ফোরণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। শুক্রবার দুপুরে আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৭ মিনিট আগেঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র যদি একটি বিশেষ লিঙ্গের, বিশেষ শ্রেণির, বিশেষ জাতি-ধর্ম পরিচয়ের নাগরিকের প্রতিনিধিত্বকারী হয়ে ওঠে, তবে তা হবে শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেঈমানী।
২০ মিনিট আগে