Ajker Patrika

ভারতে পালিয়ে যাওয়া রাজশাহীর আ. লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ভারতে পালিয়ে যাওয়া রাজশাহীর আ. লীগ নেতার মৃত্যু

সরকার পরিবর্তনের পর রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়া সাইদুর রহমান বাদল (৬৭) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল সোমবার সীমান্তবর্তী ভারতের একটি গ্রামে আত্মগোপনে থাকা অবস্থায় তিনি স্ট্রোক করে মারা যান।

সাইদুর রহমান বাদল রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। 

হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল আজকের পত্রিকাকে বলেন, ‘তার পরিবার সূত্রে জেনেছি, সীমান্তবর্তী ভারতের একটি গ্রামে আত্মগোপনে থাকা অবস্থায় স্ট্রোক করে বাদল মারা গেছেন।’ 

স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট সরকার পদত্যাগের পরপরই সাইদুর রহমান বাদলের বেড়পাড়ার বাড়িতে ব্যাপক হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তার বাড়িটি জ্বালিয়ে দেয়। পরিস্থিতি খারাপ দেখে তিনি স্ত্রীকে নিয়ে গ্রাম ছেড়ে সীমান্তের দিকে চলে যান। 

পরে সোনাইকান্দি সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার ইসলামপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। সোমবার স্ট্রোক করে তিনি মারা গেলেও মঙ্গলবার পর্যন্ত পরিবারের কোনো সদস্য গ্রামে ফেরেননি। এখন বাদলের মরদেহ দেশে আনা হবে কিনা তা কেউ বলতে পারেনি। 

এই বিষয়ে জানতে চাইলে রাজশাহী নগর পুলিশের দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, সাইদুর রহমান বাদলের মৃত্যুর বিষয়ে কেউ পুলিশকে কিছু জানায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত