ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে ছাত্রলীগের কর্মী তাফসির আহমেদ মনাকে (২৪) গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে ঈশ্বরদী থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। এতে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাসহ ১৭ জনের নাম উল্লেখ এবং আরও অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।
মামলার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, নিহত মনার মা মোছা. নাহিদা আক্তার লিপি বাদী হয়ে মামলাটি করেছেন। এখন পর্যন্ত পুলিশের হাতে মামলার কেউ আটক বা গ্রেপ্তার নেই। থানার পরিদর্শক (তদন্ত) হাসান বাসীরকে মামলার তদন্ত অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে।
হত্যা মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলার সলিমপুর ইউনিয়নের শাহজাহান আলীর ছেলে অবুঝকে। তিনি ঈশ্বরদী পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক। এ ছাড়া মামলায় পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শিমুল এবং পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এনামুল হক বিশ্বাসের ছেলে রকির নাম রয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের পর থেকে পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকাবাসী অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছে। তারা এলাকায় পুলিশ টহল জোরদার করার জন্য দাবি জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের এক বাসিন্দা বলেন, ‘পাকশীতে বর্তমানে খুব খারাপ পরিস্থিতি বিরাজ করছে। আমরা খুব শঙ্কার মধ্যে আছি। একই দলের মধ্যে এসব দলাদলি। নেতারাও কোনো ভূমিকা রাখতে পারছেন না।’
এলাকায় আধিপত্য বিস্তার ও মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে তাফসির আহমেদ মনাকে গত শনিবার মধ্যরাতে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের এমপির মোড়ে তাঁর প্রতিপক্ষ গুলি করে হত্যা করে। এ ঘটনার পর থেকে পাকশীতে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ এ ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
পাবনার ঈশ্বরদীতে ছাত্রলীগের কর্মী তাফসির আহমেদ মনাকে (২৪) গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে ঈশ্বরদী থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। এতে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাসহ ১৭ জনের নাম উল্লেখ এবং আরও অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।
মামলার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, নিহত মনার মা মোছা. নাহিদা আক্তার লিপি বাদী হয়ে মামলাটি করেছেন। এখন পর্যন্ত পুলিশের হাতে মামলার কেউ আটক বা গ্রেপ্তার নেই। থানার পরিদর্শক (তদন্ত) হাসান বাসীরকে মামলার তদন্ত অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে।
হত্যা মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলার সলিমপুর ইউনিয়নের শাহজাহান আলীর ছেলে অবুঝকে। তিনি ঈশ্বরদী পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক। এ ছাড়া মামলায় পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শিমুল এবং পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এনামুল হক বিশ্বাসের ছেলে রকির নাম রয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের পর থেকে পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকাবাসী অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছে। তারা এলাকায় পুলিশ টহল জোরদার করার জন্য দাবি জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের এক বাসিন্দা বলেন, ‘পাকশীতে বর্তমানে খুব খারাপ পরিস্থিতি বিরাজ করছে। আমরা খুব শঙ্কার মধ্যে আছি। একই দলের মধ্যে এসব দলাদলি। নেতারাও কোনো ভূমিকা রাখতে পারছেন না।’
এলাকায় আধিপত্য বিস্তার ও মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে তাফসির আহমেদ মনাকে গত শনিবার মধ্যরাতে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের এমপির মোড়ে তাঁর প্রতিপক্ষ গুলি করে হত্যা করে। এ ঘটনার পর থেকে পাকশীতে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ এ ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
শুল্ক আইন লঙ্ঘন করার অভিযোগে মো. পারভেজ উদ্দিন নামে এক ব্যক্তির নিশান সাফারি ব্র্যান্ডের একটি গাড়ি জব্দ করা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে আনায় গাড়িটির গায়ে ‘নিশান সাফারি’ মুছে দিয়ে ‘নিশান পেট্রোল’ লেখা হয়। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে কাস্টমস গোয়েন্দারা গাড়িটি জব্দ করেন।
১৯ মিনিট আগেঅহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৯ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৯ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৯ ঘণ্টা আগে