Ajker Patrika

সাবেক এমপি কালামের মুক্তি ঠেকাতে কারাফটকে লাঠিসোঁটা নিয়ে অবস্থান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১১: ০০
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ কারাগার থেকে বের হওয়ার পরপরই আটক হন। ছবি: আজকের পত্রিকা
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ কারাগার থেকে বের হওয়ার পরপরই আটক হন। ছবি: আজকের পত্রিকা

জামিনে মুক্তির পর আবার আটক হয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ। আজ বুধবার রাত ৮টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এরপর কারাফটকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাঁকে আটক করে নিয়ে যান।

এর আগে সাবেক এমপি কালামের জামিনের খবর জানাজানি হলে বিকেল থেকেই কারাগারের সামনের সড়কে অবস্থান নেন ছাত্রদল-যুবদলসহ প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। তাঁদের হাতে লাঠিসোঁটা ও ইটপাটকেল দেখা গেছে।

এ সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান জড়ো হওয়া নেতা-কর্মীরা। মো. রতন নামের এক যুবদল কর্মী বলেন, ‘এখনো রক্তের দাগ শুকায়নি, কিন্তু আওয়ামী লীগের সাবেক এমপিদের জামিন হয়ে যাচ্ছে। এই কালাম বাগমারার মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল। তার যদি কপাল ভালো হয়, তাহলে সে পুলিশের হেফাজতেই থাকবে। আর যদি কালামের কপাল খারাপ হয়, তাহলে সে বাইরে আসবে।’

তবে আগে থেকেই বাইরে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। রাত ৮টার দিকে কারাগারের প্রধান ফটক থেকে বের হন কালাম। পরে ডিবি পুলিশের সঙ্গে হেঁটে কারাগারের বাইরের ফটকের কাছে আসেন। এ সময় বাইরে অপেক্ষমাণ ডিবি পুলিশের একটি জিপে তাঁকে ওঠানো হয়। এ সময় আবুল কালামকে উদ্বিগ্ন ও বিমর্ষ দেখা গেছে।

গাড়িতে ওঠানোর সময় প্রতিপক্ষের নেতা-কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করেন। এই সময় ডিবি পুলিশের এক সদস্য বলতে থাকেন, এটা পুলিশের গাড়ি। এরপরও তাঁরা গাড়িটি আটকে দেওয়ার চেষ্টা করেন। অনেকে গাড়ির সামনে দাঁড়িয়ে যান। দু-একজন ইটপাটকেলও ছোড়েন। গাড়ির বাইরে থাকা পুলিশ সদস্যরা নেতা-কর্মীদের সরিয়ে দিলে দ্রুত গাড়িটি ডিবি কার্যালয়ে চলে যায়।

এ ব্যাপারে কথা বলতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার রত্না রায় ও জেলার মো. আমান উল্লাহর মোবাইল ফোনে দফায় দফায় কল দিয়ে সাড়া না পাওয়ায় তাঁদের বক্তব্য জানা যায়নি।

তবে কথা বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক কারাগারের একজন ডেপুটি জেলার। তিনি জানান, বাগমারা থানার দুটি মামলায় কারাগারে বন্দী ছিলেন আবুল কালাম আজাদ। হাইকোর্টে তিনি দুটি মামলাতেই জামিন পেয়েছেন। বুধবার জামিনের কাগজ কারাগারে পৌঁছালে তাঁর মুক্তির প্রক্রিয়া শুরু হয়। তবে বিষয়টি বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছিল।

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ কারাগার থেকে বের হওয়ার পরপরই আটক হন। ছবি: আজকের পত্রিকা
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ কারাগার থেকে বের হওয়ার পরপরই আটক হন। ছবি: আজকের পত্রিকা

ওই জেলার জানান, এমপি হওয়ার আগে আবুল কালাম আজাদ বাগমারার তাহেরপুর পৌরসভার মেয়র ছিলেন। মেয়র থাকাকালে ঠিকাদারকে অতিরিক্ত ৩৩ লাখ ৬৫ হাজার ৬৬১ টাকা বিল পরিশোধ করার অভিযোগে ২১ জানুয়ারি কালামসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তবে এ মামলায় কালামকে গ্রেপ্তার দেখানো হয়নি বলে জানান তিনি।

ওই জেলার আরও জানান, ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে বাগমারা থানায় দায়ের হওয়া দুটি মামলায় কারাগারে ছিলেন কালাম। এর বাইরে তাঁর নামে অন্য কোনো মামলা আছে কি না, তা তাঁদের জানা নেই। অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকায় তাঁকে মুক্তি দেওয়া হয়।

রাজশাহী ডিবি পুলিশের পরিদর্শক আরিফ আলী বলেন, কারাগারের সামনে থেকে সাবেক এমপি আবুল কালাম আজাদকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তা জানতে চাইলে আরিফ আলী বলেন, এটা পরে জানানো হবে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবার এমপি নির্বাচিত হন আবুল কালাম আজাদ। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরে গত ২ অক্টোবর রাতে র‍্যাব-৪ ও র‍্যাবের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পেতে নতুন নিবন্ধন করতে হবে

ছেলেকে নিয়ে প্রিমিয়ার ব্যাংক ছাড়লেন এইচ বি এম ইকবাল

রাজধানীতে মধ্যরাতে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন দম্পতি, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

ভালোবাসার জন্য ধর্ম ত্যাগ, অতঃপর বিয়ে

রাজধানীতে স্বর্ণালংকার কিনে বাসায় ফেরার পথে দম্পতিকে কুপিয়ে আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত