বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় স্কেটিং করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ওই কিশোরের নাম এরশাদ আলী (১৫)। সে নওগাঁ জেলার আরজি নওগাঁ গ্রামের রহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা বলছে, মচমইল বাজারে ইটবোঝায় ট্রলির সঙ্গে ধাক্কা লেগে পাকা রাস্তার ওপর পড়ে যায়। এ সময় মাথা ফেটে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। পাশের একটি ইটভাটা থেকে ইটবোঝাই ট্রলি ওই পথেই যাচ্ছিল। এ সময় এরশাদ আলী নিয়ন্ত্রণ হারিয়ে সেই ট্রলির সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে সে রাস্তায় ছিটকে পড়ে এবং মাথা ফেটে সেখানেই মৃত্যু হয় তার। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা এসে নিহতের মরদেহ ঘিরে রাখে। এ সময় ওই রাস্তায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা যায়, এরশাদ আলী কয়েক দিন আগে মচমইল গ্রামে তার খালুর বাসায় বেড়াতে এসেছে। নিহত এরশাদ আলী দীর্ঘদিন ধরে চাকা লাগানো জুতা (স্কেটিং সু) পায়ে দিয়ে রাস্তায় ঘুরে বেড়াত। আজ খালুর বাড়ির কাউকে না জানিয়ে সে রাস্তায় বের হয়। বাসা থেকে সামান্য দূরেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনার পর ইটভাটার মালিক অমর সরকার ঘটনাস্থলে যান এবং নিহতের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
রাজশাহীর বাগমারায় স্কেটিং করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ওই কিশোরের নাম এরশাদ আলী (১৫)। সে নওগাঁ জেলার আরজি নওগাঁ গ্রামের রহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা বলছে, মচমইল বাজারে ইটবোঝায় ট্রলির সঙ্গে ধাক্কা লেগে পাকা রাস্তার ওপর পড়ে যায়। এ সময় মাথা ফেটে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। পাশের একটি ইটভাটা থেকে ইটবোঝাই ট্রলি ওই পথেই যাচ্ছিল। এ সময় এরশাদ আলী নিয়ন্ত্রণ হারিয়ে সেই ট্রলির সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে সে রাস্তায় ছিটকে পড়ে এবং মাথা ফেটে সেখানেই মৃত্যু হয় তার। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা এসে নিহতের মরদেহ ঘিরে রাখে। এ সময় ওই রাস্তায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা যায়, এরশাদ আলী কয়েক দিন আগে মচমইল গ্রামে তার খালুর বাসায় বেড়াতে এসেছে। নিহত এরশাদ আলী দীর্ঘদিন ধরে চাকা লাগানো জুতা (স্কেটিং সু) পায়ে দিয়ে রাস্তায় ঘুরে বেড়াত। আজ খালুর বাড়ির কাউকে না জানিয়ে সে রাস্তায় বের হয়। বাসা থেকে সামান্য দূরেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনার পর ইটভাটার মালিক অমর সরকার ঘটনাস্থলে যান এবং নিহতের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজার এলাকার মেসার্স জেকে ট্রেডার্স ক্রেতার কাছে বেশি দামে সুপার তেল বিক্রি ও বোতলজাত সয়াবিন তেল লুকিয়ে রাখার কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের সমন্বয়ে নিয়মিত...
৬ মিনিট আগেঢাকার কেরানীগঞ্জে শিশুদের জন্য ডায়াপার তৈরির অনুমোদন নিয়ে অননুমোদিত ফিডার বোতল ও নিপল উৎপাদনের অভিযোগে একটি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের বরিশুর এলাকায় ‘অ্যাক্টিভ ফেয়ার কোম্পানি’তে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী..
৮ মিনিট আগেনগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টা থেকে বুধবার (৫ মার্চ) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মিনিট আগেচাঁদাবাজির অভিযোগ এনে মিঠামইন উপজেলা যুবদলের সভাপতি নৌশাদ শিকদারকে মারধর করেছে শহীদ জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক টুটুল ও জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক সজীবের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে মিঠামইন উপজেলার মিঠামইন বাজারের শিকদার গেস্টহাউসের নিচে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে